Ajker Patrika

সুনামগঞ্জে বোরোর বাম্পার ফলনের পরও পূরণ হয়নি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

মোসাইদ রাহাত, সুনামগঞ্জ
সুনামগঞ্জে বোরোর বাম্পার ফলনের পরও পূরণ হয়নি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

সুনামগঞ্জে চলতি বছর রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়েছে। সে অনুসারে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সামান্যই। তবু খাদ্য বিভাগ বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

ধান সংগ্রহের ১৫ দিন হাতে থাকতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক আদেশে ধান সংগ্রহ বন্ধ করে দেয় সংশ্লিষ্টরা। ফলে অনেকে ধান গুদামে দিতে এসেও ফিরে গিয়েছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধানের তুলনায় গুদামে চাল রাখতে সুবিধা। পরিমাণে ধানের তুলনায় চাল বেশি রাখা যায়। এ কারণে ধানের চেয়ে চাল সংগ্রহেই ঝোঁক বেশি সরকারের। তাই ধানে না হলেও সুনামগঞ্জে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ বোরো মৌসুমে জেলায় মাত্র ১৭ হাজার ৪৮৩ মেট্রিক টন ধান ও ১২ হাজার ৮৬০ মেট্রিক টন চাল সংগ্রহ করার কথা ছিল। সংশ্লিষ্টরা ১৫ হাজার ৫৫৪ মেট্রিক টন ধান সংগ্রহ করেছেন। চাল সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৬৯ মেট্রিক টন। এবার ধান কেজিপ্রতি ৩০ টাকা এবং চাল ৪৪ টাকা কেজি দরে সংগ্রহ করা হয়। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুদামে ধান রাখার সংকটের কারণে সরকার পরবর্তী সময়ে চালের বরাদ্দ বাড়িয়ে দেওয়ায় ধান সংগ্রহ বরাদ্দের পরিমাণ কমিয়ে দেয়। ফলে স্বল্প বরাদ্দের ধানও সংগ্রহ করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলায় মোট ১৩টি খাদ্যগুদামে ২৪ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রাখা যায়। এর মধ্যে ১৩টিতেই ধান এবং চারটি খাদ্যগুদামকে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। গুদামে ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও দিরাই উপজেলা খাদ্যগুদাম ধান ও চালের বরাদ্দ পায়। বাকি আটটি উপজেলা কেবল ধান বরাদ্দ পায়।

সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর খাদ্যগুদামে ১ হাজার ২৩৫ মেট্রিক টন ধান ও ১০ হাজার ৮৭৪ মেট্রিক টন চাল; শান্তিগঞ্জে ১ হাজার ৮১৭ মেট্রিক টন ধান ও ১ হাজার ৩৪৮ মেট্রিক টন চাল; দোয়ারাবাজারে ৯৫১ মেট্রিক টন ধান ও ৪১৪ মেট্রিক টন চাল; দিরাইয়ে ২ হাজার ৪৬৯ মেট্রিক টন ধান ও ২২৪ মেট্রিক টন চাল; ছাতকে ১ হাজার ১২৮ মেট্রিক টন ধান; জগন্নাথপুরে ৯০৬ মেট্রিক টন ধান; রানীগঞ্জে ৭২৯ মেট্রিক টন ধান; ঘুঙ্গিয়ারগাঁওয়ে ১ হাজার ৮৩১ মেট্রিক টন ধান; ধর্মপাশায় ১ হাজার মেট্রিক টন ধান; মধ্যনগরে ১ হাজার ৩৮৭ মেট্রিক টন ধান; সাচনাবাজারে ১ হাজার ৯৫২ মেট্রিক টন ধান; তাহিরপুরে ১ হাজার ২৯২ মেট্রিক টন ধান এবং বিশ্বম্ভরপুর খাদ্যগুদাম থেকে ৭৮৬ মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ধান সংগ্রহে দিরাই উপজেলা সবচেয়ে বেশি বরাদ্দ পেলেও এই উপজেলা চালের বরাদ্দ পেয়েছে সবচেয়ে কম। এই উপজেলায় নির্ধারিত চাল সংগ্রহ করা গেলেও ধান সংগৃহীত হয়েছে ২ হাজার ১২১ মেট্রিক টন। বরাদ্দের চেয়ে ৩ মেট্রিক টন ধান কম সংগ্রহ হয়েছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, লক্ষ্যমাত্রা ছাপিয়ে এবার আরও ১০ হাজার মেট্রিক টন বেশি বোরো ধান উৎপাদন হয়েছে হাওরে। যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। বোরো মৌসুমে এবার প্রায় ৪ লাখ চাষি পরিবার হাওরে ২ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর বোরো লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ করেছেন ২ লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর। এবার হাওরে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকার বোরো ফসল উৎপাদিত হয়েছে। এর সঙ্গে লক্ষ্যমাত্রা ছাপিয়ে বাম্পার ফলন হওয়ায় আরও ৩০ কোটি টাকার বেশি ফসল উৎপাদন হয়েছে। তিনি বলেন, জেলায় চলতি বছর বোরো ধান থেকে ৯ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে আরও প্রায় ৩ লাখ মেট্রিক টন চাল উদ্ধৃত আছে। এবার বাম্পার ফলন হয়েছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ফলন।

হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বিজন সেন রায় বলেন, ‘আমাদের হাওরে এবার যে পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে, নিকট অতীতে তা হয়নি। বাম্পার ফলন হলেও কৃষকেরা বিক্রির সময় কাঙ্ক্ষিত মূল্য পাননি। বাইরের জেলার পাইকাররা সরকারিভাবে ধান সংগ্রহ শুরুর আগেই কৃষকদের কাছ থেকে সস্তায় ধান কিনে নিয়ে গেছেন। আমাদের উৎপাদনের তুলনায় সংগ্রহ লক্ষ্যমাত্রা একেবারে অপ্রতুল। তারপরও এই অল্প ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ।’

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম ভূঞা আজকের পত্রিকাকে বলেন, গুদামে ধান রাখতে সমস্যার কারণে চালের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছিল। এ কারণে ধানের বরাদ্দ ও সংগ্রহ কম। তবে বরাদ্দ অনুযায়ী চাল পুরোটাই সংগ্রহ করা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৭
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লার পৈতৃক বাসভবন থেকে বের হন মির্জা ফখরুল। প্রথমে তিনি জেলা বিএনপি কার্যালয়ে যান এবং সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গে নিয়ে একটি রিকশায় চড়ে বসেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুলের রিকশা যখন জেলা প্রশাসক কার্যালয়ের দিকে রওনা দেয়, তখন পেছনে হেঁটে অনুগমন করেন কয়েক শ দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ পেশাজীবী। বেলা ১১টা ৪৭ মিনিটে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা কার্যালয়ের প্রবেশমুখে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভ্যর্থনা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জাফরউল্লাহসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পাওয়ায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মির্জা ফখরুলের রিকশা যখন জেলা প্রশাসক কার্যালয়ের দিকে রওনা দেয়, তখন পেছনে হেঁটে অনুগমন করেন কয়েক শ দলীয় নেতা-কর্মী। ছবি: আজকের পত্রিকা
মির্জা ফখরুলের রিকশা যখন জেলা প্রশাসক কার্যালয়ের দিকে রওনা দেয়, তখন পেছনে হেঁটে অনুগমন করেন কয়েক শ দলীয় নেতা-কর্মী। ছবি: আজকের পত্রিকা

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে ঠাকুরগাঁও অঞ্চলের সামাজিক পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নে কাজ করব। বিশেষ করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি আমার অগ্রাধিকার থাকবে।’ এ সময় তিনি এলাকার মানুষের কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করেন।

বিএনপি মহাসচিবের প্রস্থানের পর জামায়াতে ইসলামীর প্রার্থীরাও জেলার তিনটি আসনের জন্য তাঁদের মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪: ১১
কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিমিছিল। ছবি: জাহিদুল ইসলাম
কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠিমিছিল। ছবি: জাহিদুল ইসলাম

রাজধানীর বৃহত্তম কাঁচাবাজার কারওয়ান বাজারে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার পর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দুপুরে কিচেন মার্কেটের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। এ সময় প্রতিপক্ষের লোকেরা তাঁদের ওপর হামলা করেন। এই হামলার প্রতিবাদে লাঠিমিছিল করেন ব্যবসায়ীরা। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত ও অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় ভরাডোবা-ঘাটাইল সড়কের ভালুকা উপজেলার নারাঙ্গী হাইজ্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ভালুকা উপজেলার উথুরা গ্রামের শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাকাইল থেকে ছেড়ে আসা নিঝুরী গ্রিন টেক্সটাইল লিমিটেড কারখানার একটি শ্রমিকবাহী বাস ভরাডোবা-ঘাটাইল সড়কের ভালুকা উপজেলার নারাঙ্গী হাইজ্যাক মোড় এলাকায় পৌঁছালে বাসটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে কারখানার ইউনিট-৩-এর কোয়ালিটি সেকশনের শ্রমিক সুমন মিয়াসহ (২৫) অন্তত ২১ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম রবিউল ইসলাম। তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি কাজে মোটরসাইকেলে নড়াইল সদর থানা থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল ইসলাম। পথে ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান ওরফে হিরু মিয়ার ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত