সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানী নগরের তাজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখ্যসহ ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) তাঁর ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়াসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া (২৩) সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তারেকেরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান এবং কবির তাঁর গ্রাম দিগরগয়াসপুরসহ খাশিপাড়ার লোকজনকে জানান। বিকেলে তারেকের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কাদিপুর গ্রামের প্রায় ১০০–১৫০ জন এবং কবিরের পক্ষে খাশিপাড়া গিরগয়াসপুরসহ আশপাশের অন্তত আরও ১০০–১৫০ লোক অস্ত্র–শস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে ওসমানীনগর থানা–পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার বিকেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।

সিলেটের ওসমানী নগরের তাজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখ্যসহ ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) তাঁর ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়াসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া (২৩) সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তারেকেরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান এবং কবির তাঁর গ্রাম দিগরগয়াসপুরসহ খাশিপাড়ার লোকজনকে জানান। বিকেলে তারেকের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কাদিপুর গ্রামের প্রায় ১০০–১৫০ জন এবং কবিরের পক্ষে খাশিপাড়া গিরগয়াসপুরসহ আশপাশের অন্তত আরও ১০০–১৫০ লোক অস্ত্র–শস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে ওসমানীনগর থানা–পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার বিকেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৮ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৮ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে