সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানী নগরের তাজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখ্যসহ ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) তাঁর ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়াসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া (২৩) সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তারেকেরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান এবং কবির তাঁর গ্রাম দিগরগয়াসপুরসহ খাশিপাড়ার লোকজনকে জানান। বিকেলে তারেকের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কাদিপুর গ্রামের প্রায় ১০০–১৫০ জন এবং কবিরের পক্ষে খাশিপাড়া গিরগয়াসপুরসহ আশপাশের অন্তত আরও ১০০–১৫০ লোক অস্ত্র–শস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে ওসমানীনগর থানা–পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার বিকেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।

সিলেটের ওসমানী নগরের তাজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখ্যসহ ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) তাঁর ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়াসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া (২৩) সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তারেকেরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান এবং কবির তাঁর গ্রাম দিগরগয়াসপুরসহ খাশিপাড়ার লোকজনকে জানান। বিকেলে তারেকের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কাদিপুর গ্রামের প্রায় ১০০–১৫০ জন এবং কবিরের পক্ষে খাশিপাড়া গিরগয়াসপুরসহ আশপাশের অন্তত আরও ১০০–১৫০ লোক অস্ত্র–শস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে ওসমানীনগর থানা–পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার বিকেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৪ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে