সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানী নগরের তাজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখ্যসহ ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) তাঁর ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়াসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া (২৩) সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তারেকেরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান এবং কবির তাঁর গ্রাম দিগরগয়াসপুরসহ খাশিপাড়ার লোকজনকে জানান। বিকেলে তারেকের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কাদিপুর গ্রামের প্রায় ১০০–১৫০ জন এবং কবিরের পক্ষে খাশিপাড়া গিরগয়াসপুরসহ আশপাশের অন্তত আরও ১০০–১৫০ লোক অস্ত্র–শস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে ওসমানীনগর থানা–পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার বিকেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।

সিলেটের ওসমানী নগরের তাজপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখ্যসহ ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন তালুকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) তাঁর ভাই রাজু আহমদ (২৩) এবং একই কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়াসহ (২৩) অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন পুলিশ এসল্ট মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলার এজাহারভূক্ত আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে তাজপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উপজেলার দিগর গয়াসপুর গ্রামের তেরাব আলীর ছেলে কবির মিয়া (২৩) সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী উপজেলার তাজপুর ইউপির কাদিপুর গ্রামের উত্তার আলীর ছেলে তারেক মিয়া (২২) হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তারেকেরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান এবং কবির তাঁর গ্রাম দিগরগয়াসপুরসহ খাশিপাড়ার লোকজনকে জানান। বিকেলে তারেকের পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কাদিপুর গ্রামের প্রায় ১০০–১৫০ জন এবং কবিরের পক্ষে খাশিপাড়া গিরগয়াসপুরসহ আশপাশের অন্তত আরও ১০০–১৫০ লোক অস্ত্র–শস্ত্র নিয়ে তাজপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় সংঘর্ষে ওসমানীনগর থানা–পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ শুক্রবার বিকেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে