আগামী নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে কি না, সময় বলে দেবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫: ০৮
Thumbnail image
সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমরা যখন শিডিউল ঘোষণা করি, তার আগে যে কয়টা দল নিবন্ধন থাকে, তাদের মধ্যে সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা আমাদের কাজ। সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সময় এলে দেখা যাবে। সে জন্য কাজ করছে সিইসি।’

সিইসি আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে কমিশন।

সিইসি নাসির উদ্দীন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।’

আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন। প্রবাসীদের ভোটার করতে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত