সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জে সুরমা, যাদুকাটা, সোমেশ্বরী নদীর পানি কমেছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে সুনামগঞ্জে ২৫ মিলিমিটার ও ছাতকে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের উজানে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এবং অন্যান্য স্থানে উল্লেখযোগ্য মাত্রায় বৃষ্টিপাত হয়নি বলে মেঘালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।
গতকাল সন্ধ্যা ৬টায় ৬.৮৯ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল সুরমার পানি। আজ সকাল ৬টায় ৩ সেমি কমে পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৬.৮৬ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপৎসীমার ০.৯৪ সেমির নিচে রয়েছে। এ ছাড়া সকাল ৬টায় লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পানি ৬.২৫ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপৎসীমার ১.৮ সেমি নিচে রয়েছে। তবে দিরাইয়ে সুরমা নদীর পানি ৬ সেমি বেড়ে ৫.৫১ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, তবে এটি বিপৎসীমার ১.০৪ সেমি নিচে রয়েছে। সোমেশ্বরী নদীর পানি ১০.৮৭ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ২.৩৩ সেমি নিচে রয়েছে।
গতকাল সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির জরুরি খবর আদান-প্রদান এবং জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ২০৪ নম্বর কক্ষে (২য় তলা) নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শুভ দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. শাহীন আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মো. সাজু মিয়া দায়িত্ব পালন করবেন। এর আগে ৩১ মে তাহিরপুরে বন্যা পরিস্থিতি ও সতর্কতা অবলম্বনে ৭টি ইউনিয়নে ৩৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

সুনামগঞ্জে সুরমা, যাদুকাটা, সোমেশ্বরী নদীর পানি কমেছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে সুনামগঞ্জে ২৫ মিলিমিটার ও ছাতকে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের উজানে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এবং অন্যান্য স্থানে উল্লেখযোগ্য মাত্রায় বৃষ্টিপাত হয়নি বলে মেঘালয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।
গতকাল সন্ধ্যা ৬টায় ৬.৮৯ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল সুরমার পানি। আজ সকাল ৬টায় ৩ সেমি কমে পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি ৬.৮৬ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপৎসীমার ০.৯৪ সেমির নিচে রয়েছে। এ ছাড়া সকাল ৬টায় লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পানি ৬.২৫ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছিল, যা বিপৎসীমার ১.৮ সেমি নিচে রয়েছে। তবে দিরাইয়ে সুরমা নদীর পানি ৬ সেমি বেড়ে ৫.৫১ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, তবে এটি বিপৎসীমার ১.০৪ সেমি নিচে রয়েছে। সোমেশ্বরী নদীর পানি ১০.৮৭ সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ২.৩৩ সেমি নিচে রয়েছে।
গতকাল সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির জরুরি খবর আদান-প্রদান এবং জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ২০৪ নম্বর কক্ষে (২য় তলা) নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শুভ দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. শাহীন আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মো. সাজু মিয়া দায়িত্ব পালন করবেন। এর আগে ৩১ মে তাহিরপুরে বন্যা পরিস্থিতি ও সতর্কতা অবলম্বনে ৭টি ইউনিয়নে ৩৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে