জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে আগুনের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন তিন ব্যবসায়ী। ব্যাংকের ঋণ ও মহাজনের টাকা পরিশোধের দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা। ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতুর মুখে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে মান্না ভেরাইটিজ স্টোর প্রদীপ দের দোকান, সৌমি এন্টারপ্রাইজের মালিক রূপম ভট্টাচার্য্যের দোকান ও রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ দাসের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ রঞ্জন দাস বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে এখন আমি কি করব ভাবতে পারছি না।’ ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সৌমি এন্টার প্রাইজের মালিক রূপম ভর্ট্রাচার্য্য বলেন, ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কীভাবে এত বড় ক্ষতি পোষাব এ চিন্তায় দিশেহারা। আগুন লাগার দুই দিন আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে মালামাল আনি।
মান্না এন্টারপ্রাইজের মালিক প্রদীপ দে বলেন, ‘আগুনে ১ কোটি ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কি করে ঘুরে দাঁড়াব ভেবে পাচ্ছি না।’
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, আগুনে তিন ব্যবসায়ীকে পথে বসিয়ে দিয়েছে। পাশাপাশি তিন দোকানে খুচরা ও পাইকারি মালামাল বিক্রির পাশাপাশি প্রচুর মালামাল মজুত ছিল।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ক্ষতির কথা উল্লেখ করে ব্যবসায়ীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে আগুনের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন তিন ব্যবসায়ী। ব্যাংকের ঋণ ও মহাজনের টাকা পরিশোধের দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা। ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতুর মুখে একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে মান্না ভেরাইটিজ স্টোর প্রদীপ দের দোকান, সৌমি এন্টারপ্রাইজের মালিক রূপম ভট্টাচার্য্যের দোকান ও রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ দাসের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
রিয়া ট্রেডার্সের মালিক প্রতাপ রঞ্জন দাস বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে এখন আমি কি করব ভাবতে পারছি না।’ ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সৌমি এন্টার প্রাইজের মালিক রূপম ভর্ট্রাচার্য্য বলেন, ৬০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কীভাবে এত বড় ক্ষতি পোষাব এ চিন্তায় দিশেহারা। আগুন লাগার দুই দিন আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে মালামাল আনি।
মান্না এন্টারপ্রাইজের মালিক প্রদীপ দে বলেন, ‘আগুনে ১ কোটি ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কি করে ঘুরে দাঁড়াব ভেবে পাচ্ছি না।’
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, আগুনে তিন ব্যবসায়ীকে পথে বসিয়ে দিয়েছে। পাশাপাশি তিন দোকানে খুচরা ও পাইকারি মালামাল বিক্রির পাশাপাশি প্রচুর মালামাল মজুত ছিল।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ক্ষতির কথা উল্লেখ করে ব্যবসায়ীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৮ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩২ মিনিট আগে