Ajker Patrika

অবশেষে জার্মান নারীর কোলে ফিরল সেই বিড়াল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ২০
অবশেষে জার্মান নারীর কোলে ফিরল সেই বিড়াল

দেড় মাস অপেক্ষার পরে জার্মান নারীর হারিয়ে যাওয়া প্রিয় পোষা বিড়ালটি কোল খুঁজে পেল। ঢাকা থেকে তাহিরপুর উপজেলা সদরে ছুটে গিয়ে আজ ভোরে বিড়ালটি কোলে তুলে নেন জুলিয়া নামের ওই নারী। দীর্ঘদিন পরে প্রিয় পোষা বিড়ালকে কাছে পেয়ে তিনি খুবই আনন্দিত। 

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ঘুরতে দেড় মাস আগে বাংলাদেশে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল তাঁর প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরের বিভিন্ন প্রান্ত ঘুরে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজারসংলগ্ন মেশিনবাড়ী ট্রলারঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। 

এর পর থেকেই বিড়ালটি খুঁজে যাচ্ছিলেন জুলিয়া। থানায় জানানোর পাশাপাশি এলাকায় মাইকিংও করান। বিড়ালটি যাতে মনিবকে চিনতে পারে, সে জন্য মাইকে ‘লিও’ ও জুলিয়ার কথোপকথনও প্রচার করা হয়েছে। কেউ লিওর সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন। এমন নানা প্রচেষ্টা চালিয়ে লিওকে খুঁজে পেতে দেড় মাস ধরে তাহিরপুরে অবস্থান করছিলেন ওই নারী। বাংলা বলতে পারায় এখানে থাকতে তাঁর তেমন কোনো সমস্যা হয়নি। 

অবশেষে জার্মান নারী জুলিয়ার কোলে ফিরল 'লিও'দেড় মাসে বহু চেষ্টা করে লিওর সন্ধান না পেয়ে দেশে ফেরার উদ্দেশ্যে ১৪ নভেম্বর রোববার তাহিরপুর থেকে ঢাকায় চলে আসেন জুলিয়া। এরই মধ্যে খবর পান, সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায় পড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন ধরে ফেলে। পরে ঢাকা থেকে ভিডিও কলে জার্মান নারী নিশ্চিত করেন, এটিই তাঁর হারিয়ে যাওয়া পোষা বিড়াল। 

এ প্রসঙ্গে স্থানীয় ছাত্রনেতা ধীমান চন্দ্র জানান, বিড়ালটির সন্ধান পেয়ে ধরতে গেলে একাধিক লোককে কামড়ে আহত করেছে। রাতে জার্মান নারীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পর আজ মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তিনি তাহিরপুরে আসেন। পরস্পরকে কাছে পেয়ে বিড়াল ও বিদেশি নারী উভয়েই খুব আনন্দিত ও আপ্লুত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত