
সুনামগঞ্জের বন্যাদুর্গত ৪০৮টি পরিবারের মাঝে নগদ অর্থ, ওষুধ ও স্যালাইন সহায়তা দিয়েছে লেখক-শিল্পীর উদ্যোগে পরিচালিত সামাজিক সংগঠন ‘সমন্বয়: দেশ আমার দায়িত্ব আমার’। এই কার্যক্রমে সামর্থ্যবানদের প্রতি সাংগঠনটির আহ্বান ছিল-‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’
গত ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে সংগঠনটির সমন্বয়ক ও সদস্য আশরাফ জুয়েল, শামস সাইদ, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, আবদুল্লাহ আল ইমরান ও সাম্মি ইসলাম নীলা যৌথ এক বিবৃতির মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। তাদের আহ্বানে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাড়া দেয় দেশ-বিদেশের লেখক, শিল্পী ও সাধারণ মানুষ। এরপর গত ২৩ জুন ‘সমন্বয়’ টিম সুনামগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলার দিসকিবাড়ি, ফেদারগাঁও, বেতমুড়া, দিঘলবাকের পার, ফেদারকান্দি, কাকুরাইল গ্রামের আশ্রয়কেন্দ্র দিঘলবাকের পার ফেদারগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, উত্তর রনিখাই ও কোম্পানিগঞ্জ আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪০৮টি পরিবারের প্রত্যেককে নগদ এক হাজার টাকা, ২০টি নাপা ট্যাবলেট, ২০টি ফ্লাজিল, ২ প্যাকেট ওরস্যালাইন বিতরণ করেন। এই কার্যক্রমে সহযোগিতা করেন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি জফির সেতু।
সমন্বয়ের এই কার্যক্রমে যুক্ত আছেন-মুহম্মদ নূরুল হুদা, আনোয়ারা সৈয়দ হক, ডা. মোহিত কামাল, ড. মাসুদুজ্জামান, খালেদ হোসাইন, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, ঝর্ণা রহমান, নাসিমা আনিস, জগলুল হায়দার, নাজমুল হুদা রতন (সাহস রতন), কামরুল হাসান শায়ক, জুয়েল মাজহার, শামীম রেজা, তাহসান রহমান খান, হামিম কামরুল হক, সাকিরা পারভীন, জফির সেতু, ভাগ্যধন বড়ুয়া, আদিত্য নজরুল, মিলু শামস, সফিকুল ইসলাম, রহমান শেলি, শিরিন উসমান, তাপস রায়, সিলভিয়া নাজনীন, সাদ রহমান, সাইয়েদ জামিল, বিধান সাহা, পলিয়ার ওয়াহিদ, সাম্য শাহ, সৌম্য সালেক, আবিদ আজম, ফারুক সুমন, রুদ্রাক্ষ রায়হান, হাবিবুল্লাহ ফাহাদ, জয়ন্ত জিল্লু, একরাম আজাদ, শিবলী আহমেদ, সাফিয়া খন্দকার রেখা, জায়েদ হোসাইন লাকী, রওশন আরা খানম, আসমা অধরা, রাশেদ রেহমান, রিঙকু অনিমিখ, আনিফ রুবেদ, খালেদ উদ দীন, সৈয়দ ওয়ালী, মাসউদ আহমাদ, শাহেদ কায়েস, মোজাফ্ফর হোসেন, আদনান সৈয়দ, কাজী সোহেল, সুফি সুফিয়ান, জোবায়ের মিলন, এ এ বিল্লাল, আরাফাত মোস্তফা শাহেদ, আবদুল্লাহ মোহাম্মদ মোতালিব, রেজাউল করিম, আরিফ বিল্লাহ, সানজানা আলম, ফয়সাল আলম, সালাহ উদ্দীন মাহমুদ, মুজাম্মিল হাসিব, মঈন মুনতাসীর, অনন্যা গোস্বামী, কিঙ্কর আহসান, রাহিতুল ইসলাম, মাহবুব ময়ূখ রিশাদ, সাদাত হোসাইন এবং বইবৃক্ষ, কাব্যশীলন (অনলাইন সাহিত্য পত্রিকা) ও বন্ধু কল্যান সমিতি।
‘সমন্বয়’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামের বন্যাদুর্গতদের পাশেও দাঁড়াতে চায় তারা।

সুনামগঞ্জের বন্যাদুর্গত ৪০৮টি পরিবারের মাঝে নগদ অর্থ, ওষুধ ও স্যালাইন সহায়তা দিয়েছে লেখক-শিল্পীর উদ্যোগে পরিচালিত সামাজিক সংগঠন ‘সমন্বয়: দেশ আমার দায়িত্ব আমার’। এই কার্যক্রমে সামর্থ্যবানদের প্রতি সাংগঠনটির আহ্বান ছিল-‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’
গত ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে সংগঠনটির সমন্বয়ক ও সদস্য আশরাফ জুয়েল, শামস সাইদ, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, আবদুল্লাহ আল ইমরান ও সাম্মি ইসলাম নীলা যৌথ এক বিবৃতির মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। তাদের আহ্বানে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাড়া দেয় দেশ-বিদেশের লেখক, শিল্পী ও সাধারণ মানুষ। এরপর গত ২৩ জুন ‘সমন্বয়’ টিম সুনামগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলার দিসকিবাড়ি, ফেদারগাঁও, বেতমুড়া, দিঘলবাকের পার, ফেদারকান্দি, কাকুরাইল গ্রামের আশ্রয়কেন্দ্র দিঘলবাকের পার ফেদারগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, উত্তর রনিখাই ও কোম্পানিগঞ্জ আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪০৮টি পরিবারের প্রত্যেককে নগদ এক হাজার টাকা, ২০টি নাপা ট্যাবলেট, ২০টি ফ্লাজিল, ২ প্যাকেট ওরস্যালাইন বিতরণ করেন। এই কার্যক্রমে সহযোগিতা করেন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি জফির সেতু।
সমন্বয়ের এই কার্যক্রমে যুক্ত আছেন-মুহম্মদ নূরুল হুদা, আনোয়ারা সৈয়দ হক, ডা. মোহিত কামাল, ড. মাসুদুজ্জামান, খালেদ হোসাইন, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, ঝর্ণা রহমান, নাসিমা আনিস, জগলুল হায়দার, নাজমুল হুদা রতন (সাহস রতন), কামরুল হাসান শায়ক, জুয়েল মাজহার, শামীম রেজা, তাহসান রহমান খান, হামিম কামরুল হক, সাকিরা পারভীন, জফির সেতু, ভাগ্যধন বড়ুয়া, আদিত্য নজরুল, মিলু শামস, সফিকুল ইসলাম, রহমান শেলি, শিরিন উসমান, তাপস রায়, সিলভিয়া নাজনীন, সাদ রহমান, সাইয়েদ জামিল, বিধান সাহা, পলিয়ার ওয়াহিদ, সাম্য শাহ, সৌম্য সালেক, আবিদ আজম, ফারুক সুমন, রুদ্রাক্ষ রায়হান, হাবিবুল্লাহ ফাহাদ, জয়ন্ত জিল্লু, একরাম আজাদ, শিবলী আহমেদ, সাফিয়া খন্দকার রেখা, জায়েদ হোসাইন লাকী, রওশন আরা খানম, আসমা অধরা, রাশেদ রেহমান, রিঙকু অনিমিখ, আনিফ রুবেদ, খালেদ উদ দীন, সৈয়দ ওয়ালী, মাসউদ আহমাদ, শাহেদ কায়েস, মোজাফ্ফর হোসেন, আদনান সৈয়দ, কাজী সোহেল, সুফি সুফিয়ান, জোবায়ের মিলন, এ এ বিল্লাল, আরাফাত মোস্তফা শাহেদ, আবদুল্লাহ মোহাম্মদ মোতালিব, রেজাউল করিম, আরিফ বিল্লাহ, সানজানা আলম, ফয়সাল আলম, সালাহ উদ্দীন মাহমুদ, মুজাম্মিল হাসিব, মঈন মুনতাসীর, অনন্যা গোস্বামী, কিঙ্কর আহসান, রাহিতুল ইসলাম, মাহবুব ময়ূখ রিশাদ, সাদাত হোসাইন এবং বইবৃক্ষ, কাব্যশীলন (অনলাইন সাহিত্য পত্রিকা) ও বন্ধু কল্যান সমিতি।
‘সমন্বয়’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামের বন্যাদুর্গতদের পাশেও দাঁড়াতে চায় তারা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে