প্রতিনিধি

জামালগঞ্জ (সুনামগঞ্জ): জামালগঞ্জের সুরমা নদীতে ভাঙনের কারণে দিশেহারা হয়ে পড়েছে সাচনা বাজারের নুরপুর গ্রামের শতাধিক পরিবার। প্রতিনিয়ত নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে জমি, ঘরবাড়ি, মসজিদসহ সব ভিটেমাটি। এই গ্রামের অর্ধশত পরিবার শেষ আশ্রয়টুকু হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আতঙ্কে রয়েছে, গ্রামের আরও অনেক পরিবার।
সরেজমিনে নূরপুর গিয়ে দেখা গেছে, গত কয়েক বছরে ভাঙনে মসজিদসহ অসংখ্য বাড়িঘর সুরমা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে রয়েছে আরও অনেকগুলো বাড়ি। গ্রামের তহুর মিয়া, মজুমদার পাঠান, ছায়েদ মিয়া, আব্দুল হামিদ, আলাউর রহমান, হাবিব রহমান, আব্দুল বারিক, মো. উমর আলী, শাহাব উদ্দিন, কাওসার আহমেদসহ আরও অনেকের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও ২০-২৫টি বাড়ি ভাঙনের মুখে। যেকোনো মুহূর্তে সুরমার পেটে এসব বাড়িঘর তলিয়ে যেতে পারে। এ ছাড়া সাচনা-শুকদেবপুর যোগাযোগের একমাত্র রাস্তার নূরপুরের সামনে অংশটি অল্প কিছুদিনের মধ্যে নদীর ভাঙনে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে
নুরপুর গ্রামের বাসিন্দা রেজওয়ানুল আহমদ আলম অভিযোগ করে বলেন, 'নদী ভাঙনের ব্যাপারে বারবার বিভিন্ন মহলে জানালেও কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অনেক জায়গায় আবেদন দিয়েছে গ্রামবাসী। কিন্তু আজ পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি।'
একই গ্রামের মজুমদার পাঠান বলেন, 'আমার ঘরবাড়িসহ সবকিছুই নদী ভাঙনে তলিয়ে গেছে। এখন আমার আর কোন অবলম্বন না থাকায় মানবেতর জীবনযাপন করছি।'
নুরপুর মসজিদের মোয়াল্লেম মো. রইছ মিয়া জানান, আমার বাড়িসহ গ্রামের শত বছরের পুরোনো মসজিদটি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। বর্তমানে এই মসজিদে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নামাজ পড়তে হচ্ছে।
সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, এরই মধ্যে গ্রামের মসজিদসহ প্রায় ৪০-৪৫টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছেন। ভাঙন আতঙ্কে রয়েছে, নুরপুর গ্রামের আরও অর্ধশতাধিক পরিবার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, নূরপুরসহ ভাঙনের শিকার উপজেলার সকল গ্রাম বাজারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। ভাঙন এখনই রোধ করা না হলে বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হবে বলেও জানান তিনি।

জামালগঞ্জ (সুনামগঞ্জ): জামালগঞ্জের সুরমা নদীতে ভাঙনের কারণে দিশেহারা হয়ে পড়েছে সাচনা বাজারের নুরপুর গ্রামের শতাধিক পরিবার। প্রতিনিয়ত নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে জমি, ঘরবাড়ি, মসজিদসহ সব ভিটেমাটি। এই গ্রামের অর্ধশত পরিবার শেষ আশ্রয়টুকু হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। আতঙ্কে রয়েছে, গ্রামের আরও অনেক পরিবার।
সরেজমিনে নূরপুর গিয়ে দেখা গেছে, গত কয়েক বছরে ভাঙনে মসজিদসহ অসংখ্য বাড়িঘর সুরমা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে রয়েছে আরও অনেকগুলো বাড়ি। গ্রামের তহুর মিয়া, মজুমদার পাঠান, ছায়েদ মিয়া, আব্দুল হামিদ, আলাউর রহমান, হাবিব রহমান, আব্দুল বারিক, মো. উমর আলী, শাহাব উদ্দিন, কাওসার আহমেদসহ আরও অনেকের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও ২০-২৫টি বাড়ি ভাঙনের মুখে। যেকোনো মুহূর্তে সুরমার পেটে এসব বাড়িঘর তলিয়ে যেতে পারে। এ ছাড়া সাচনা-শুকদেবপুর যোগাযোগের একমাত্র রাস্তার নূরপুরের সামনে অংশটি অল্প কিছুদিনের মধ্যে নদীর ভাঙনে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে
নুরপুর গ্রামের বাসিন্দা রেজওয়ানুল আহমদ আলম অভিযোগ করে বলেন, 'নদী ভাঙনের ব্যাপারে বারবার বিভিন্ন মহলে জানালেও কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অনেক জায়গায় আবেদন দিয়েছে গ্রামবাসী। কিন্তু আজ পর্যন্ত কোন ফল পাওয়া যায়নি।'
একই গ্রামের মজুমদার পাঠান বলেন, 'আমার ঘরবাড়িসহ সবকিছুই নদী ভাঙনে তলিয়ে গেছে। এখন আমার আর কোন অবলম্বন না থাকায় মানবেতর জীবনযাপন করছি।'
নুরপুর মসজিদের মোয়াল্লেম মো. রইছ মিয়া জানান, আমার বাড়িসহ গ্রামের শত বছরের পুরোনো মসজিদটি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। বর্তমানে এই মসজিদে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নামাজ পড়তে হচ্ছে।
সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান জানান, এরই মধ্যে গ্রামের মসজিদসহ প্রায় ৪০-৪৫টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছেন। ভাঙন আতঙ্কে রয়েছে, নুরপুর গ্রামের আরও অর্ধশতাধিক পরিবার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, নূরপুরসহ ভাঙনের শিকার উপজেলার সকল গ্রাম বাজারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। ভাঙন এখনই রোধ করা না হলে বেশ কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হবে বলেও জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে