সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদী সংবিধান রাষ্ট্র ও সমাজকে কলঙ্কিত করেছে। এ জন্য নতুন সংবিধান লাগবে। আমরা বিচার-সংস্কার ও সংবিধান সংস্কারের কথা বলেছি। দেশ পরিচালনার জন্য নতুন সংবিধান প্রয়োজন। সংস্কার করা প্রয়োজন। যাতে দেশ স্বৈরাচারের হাতে চলে না যায়।’
আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করুন। যারা আয়নাঘর তৈরি করে মানুষ নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। একটি গ্রুপ দেশের মানুষের টাকা লুট করেছে। সেই গ্রুপের বিচার চাই। এই মাফিয়া লুটেরাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘গ্রুপটির মিডিয়া দেশের জনগণের বিরুদ্ধে লিখে যাচ্ছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। পুলিশের গুলির সামনে পিছপা হইনি। ফ্যাসিবাদের সময় যে ভয় তৈরি হয়েছিল, জুলাই প্রজন্ম তা রুখে দিয়েছে। জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা সাহস করে মাঠে থাকুন। নতুন বাংলাদেশ গঠনের লড়াইয়ে সিরাজগঞ্জবাসী পথ দেখাবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘অতীতের সরকার সিরাজগঞ্জের তাঁত-বস্ত্রশিল্পকে অবহেলা করেছে। সিরাজগঞ্জের ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলতে আপনারা এনসিপির ওপর আস্থা রাখুন।’
সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র সদস্যসচিব এস এম সাঈদ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এনসিপির জাতীয় যুব কমিটির সদস্যসচিব দ্যুতি অরণ্য প্রীতি প্রমুখ। পরে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদী সংবিধান রাষ্ট্র ও সমাজকে কলঙ্কিত করেছে। এ জন্য নতুন সংবিধান লাগবে। আমরা বিচার-সংস্কার ও সংবিধান সংস্কারের কথা বলেছি। দেশ পরিচালনার জন্য নতুন সংবিধান প্রয়োজন। সংস্কার করা প্রয়োজন। যাতে দেশ স্বৈরাচারের হাতে চলে না যায়।’
আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করুন। যারা আয়নাঘর তৈরি করে মানুষ নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। একটি গ্রুপ দেশের মানুষের টাকা লুট করেছে। সেই গ্রুপের বিচার চাই। এই মাফিয়া লুটেরাদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘গ্রুপটির মিডিয়া দেশের জনগণের বিরুদ্ধে লিখে যাচ্ছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। পুলিশের গুলির সামনে পিছপা হইনি। ফ্যাসিবাদের সময় যে ভয় তৈরি হয়েছিল, জুলাই প্রজন্ম তা রুখে দিয়েছে। জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা সাহস করে মাঠে থাকুন। নতুন বাংলাদেশ গঠনের লড়াইয়ে সিরাজগঞ্জবাসী পথ দেখাবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘অতীতের সরকার সিরাজগঞ্জের তাঁত-বস্ত্রশিল্পকে অবহেলা করেছে। সিরাজগঞ্জের ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ গড়ে তুলতে আপনারা এনসিপির ওপর আস্থা রাখুন।’
সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র সদস্যসচিব এস এম সাঈদ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, এনসিপির জাতীয় যুব কমিটির সদস্যসচিব দ্যুতি অরণ্য প্রীতি প্রমুখ। পরে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে