Ajker Patrika

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, ১ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, ১ যাত্রী নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ উড়ে গেছে। এতে আল শামীম (২৪) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়। এ ঘটনায় বাসের যাত্রী আল শামীমসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আল শামীমের মৃত্যু হয়। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত