কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুতায়িত হয়ে শামীম রেজা (৩০) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে বৈদ্যুতিক খুঁটির মাথার তারের সঙ্গে ঝুলছিল তাঁর মরদেহ। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে এ ঘটনা ঘটে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শামীম রেজা উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। শামীম রেজা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজীপুর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কবিহার গ্রামে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেরামতের কাজ করছিলেন শামীম রেজা। এ সময় তিনি কোমরে বেল্ট পরে খুঁটিতে ওঠেন। পরে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে লেগে যায় তার শরীর। এ সময় বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলছিলেন তিনি। পরে ফায়ার সার্ভিস এসে তাঁকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল বলেন, ওই লাইনম্যানকে হাসপাতালে আনার আগেই মারা যান।
এ ব্যাপারে জানতে চেয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সানোয়ার হোসেনের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে।
কাজীপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুতায়িত হয়ে শামীম রেজা (৩০) নামের পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে বৈদ্যুতিক খুঁটির মাথার তারের সঙ্গে ঝুলছিল তাঁর মরদেহ। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে এ ঘটনা ঘটে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শামীম রেজা উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। শামীম রেজা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজীপুর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কবিহার গ্রামে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেরামতের কাজ করছিলেন শামীম রেজা। এ সময় তিনি কোমরে বেল্ট পরে খুঁটিতে ওঠেন। পরে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে লেগে যায় তার শরীর। এ সময় বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলছিলেন তিনি। পরে ফায়ার সার্ভিস এসে তাঁকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল বলেন, ওই লাইনম্যানকে হাসপাতালে আনার আগেই মারা যান।
এ ব্যাপারে জানতে চেয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সানোয়ার হোসেনের মোবাইল নম্বরে কল করলে বন্ধ পাওয়া গেছে।
কাজীপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১৪ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
১৯ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে