Ajker Patrika

এক পরিবারের তিনজনকে অজ্ঞান করে ঘরে লুটপাট

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
এক পরিবারের তিনজনকে অজ্ঞান করে ঘরে লুটপাট
ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং মেয়ে রাকা খাতুন (১৪)।

আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনজনকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে। ঘরের ভেতরের আসবাব ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে কেউ পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে সবাইকে অচেতন অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি।

এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা এখনো অচেতন থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানালার গ্রিল কাটা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত