বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার শাখা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শেষ হয়নি তিন বছরেও। অথচ এর নির্মাণকাজ শেষের সময়সীমা ছিল দুই বছর। জনগুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি বলছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর মাসে ৫ কোটি ৫৮ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু করে মঈনুদ্দিন বাশি নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান পরে কাজটি এক ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। তিনি যথা সময়ে ব্রিজের কাজ শুরু করলেও ২০২২ সালে কাজটি শেষ করতে পারেননি। পরে প্রতিষ্ঠানটি নির্মাণকাজের বাড়তি সময়ের আবেদন করলে তা দেওয়া হয়েছে।
চরদেলুয়া গ্রামের আবু বক্কার আলী বলেন, ‘চরদেলুয়া গ্রামে যমুনা নদীর শাখার ওপর দিয়ে সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তিন বছরেও কাজ শেষ করতে পারেনি। মাঝখানে প্রায় ছয় মাস কাজ অজ্ঞাত কারণে বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু করেছে। তাও আবার ঠিকমতো শ্রমিক থাকে না।’
‘যেভাবে কাজ চলছে, এতে পাঁচ বছরে শেষ হবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা জানি দুই বছরের সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিন বছরেও হয়নি। যেভাবে কাজ চলছে, এতে কত দিনে শেষ হবে তা তারাই ভালো জানে। আমার তো মনে হয় পাঁচ বছরে এই সেতুর কাজ শেষ হবে না।’ যুক্ত করেন আবু বক্কার আলী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, ‘এই গ্রামের জন্য সেতুটি জরুরি। চরদেলুয়া গ্রামসহ চরাঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবে। কিন্তু সঠিক সময় সেতু নির্মাণ শেষ না হওয়ায় এই এলাকার মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আমাদের দাবি দ্রুত সময়ে যেন সেতুর কাজ শেষ করা হয়।’
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উত্থানের কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর ম্যানেজার মানিক মিয়া বলেন, ‘ব্রিজের কাজ বন্ধ থাকার পর কয়েক দিন হল কাজ শুরু করা হয়েছে। আমরা চেষ্টা করছি কাজটি তাড়াতাড়ি শেষ করতে।’
উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ‘সেতুটির কাজ বর্ষা মৌসুমের জন্য বন্ধ ছিল। বর্তমানে কাজ সচল রয়েছে। যথা সময়ে কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়তি চেয়ে আবেদন করেছিল। সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি দ্রুত সেতুটির কাজ শেষ করতে পারব।’
সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যদি কাজ শেষ না করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার শাখা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শেষ হয়নি তিন বছরেও। অথচ এর নির্মাণকাজ শেষের সময়সীমা ছিল দুই বছর। জনগুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি বলছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর মাসে ৫ কোটি ৫৮ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু করে মঈনুদ্দিন বাশি নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান পরে কাজটি এক ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। তিনি যথা সময়ে ব্রিজের কাজ শুরু করলেও ২০২২ সালে কাজটি শেষ করতে পারেননি। পরে প্রতিষ্ঠানটি নির্মাণকাজের বাড়তি সময়ের আবেদন করলে তা দেওয়া হয়েছে।
চরদেলুয়া গ্রামের আবু বক্কার আলী বলেন, ‘চরদেলুয়া গ্রামে যমুনা নদীর শাখার ওপর দিয়ে সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তিন বছরেও কাজ শেষ করতে পারেনি। মাঝখানে প্রায় ছয় মাস কাজ অজ্ঞাত কারণে বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু করেছে। তাও আবার ঠিকমতো শ্রমিক থাকে না।’
‘যেভাবে কাজ চলছে, এতে পাঁচ বছরে শেষ হবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা জানি দুই বছরের সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিন বছরেও হয়নি। যেভাবে কাজ চলছে, এতে কত দিনে শেষ হবে তা তারাই ভালো জানে। আমার তো মনে হয় পাঁচ বছরে এই সেতুর কাজ শেষ হবে না।’ যুক্ত করেন আবু বক্কার আলী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, ‘এই গ্রামের জন্য সেতুটি জরুরি। চরদেলুয়া গ্রামসহ চরাঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবে। কিন্তু সঠিক সময় সেতু নির্মাণ শেষ না হওয়ায় এই এলাকার মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আমাদের দাবি দ্রুত সময়ে যেন সেতুর কাজ শেষ করা হয়।’
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উত্থানের কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর ম্যানেজার মানিক মিয়া বলেন, ‘ব্রিজের কাজ বন্ধ থাকার পর কয়েক দিন হল কাজ শুরু করা হয়েছে। আমরা চেষ্টা করছি কাজটি তাড়াতাড়ি শেষ করতে।’
উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ‘সেতুটির কাজ বর্ষা মৌসুমের জন্য বন্ধ ছিল। বর্তমানে কাজ সচল রয়েছে। যথা সময়ে কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়তি চেয়ে আবেদন করেছিল। সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি দ্রুত সেতুটির কাজ শেষ করতে পারব।’
সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যদি কাজ শেষ না করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৩ ঘণ্টা আগে