বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার শাখা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শেষ হয়নি তিন বছরেও। অথচ এর নির্মাণকাজ শেষের সময়সীমা ছিল দুই বছর। জনগুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি বলছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর মাসে ৫ কোটি ৫৮ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু করে মঈনুদ্দিন বাশি নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান পরে কাজটি এক ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। তিনি যথা সময়ে ব্রিজের কাজ শুরু করলেও ২০২২ সালে কাজটি শেষ করতে পারেননি। পরে প্রতিষ্ঠানটি নির্মাণকাজের বাড়তি সময়ের আবেদন করলে তা দেওয়া হয়েছে।
চরদেলুয়া গ্রামের আবু বক্কার আলী বলেন, ‘চরদেলুয়া গ্রামে যমুনা নদীর শাখার ওপর দিয়ে সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তিন বছরেও কাজ শেষ করতে পারেনি। মাঝখানে প্রায় ছয় মাস কাজ অজ্ঞাত কারণে বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু করেছে। তাও আবার ঠিকমতো শ্রমিক থাকে না।’
‘যেভাবে কাজ চলছে, এতে পাঁচ বছরে শেষ হবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা জানি দুই বছরের সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিন বছরেও হয়নি। যেভাবে কাজ চলছে, এতে কত দিনে শেষ হবে তা তারাই ভালো জানে। আমার তো মনে হয় পাঁচ বছরে এই সেতুর কাজ শেষ হবে না।’ যুক্ত করেন আবু বক্কার আলী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, ‘এই গ্রামের জন্য সেতুটি জরুরি। চরদেলুয়া গ্রামসহ চরাঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবে। কিন্তু সঠিক সময় সেতু নির্মাণ শেষ না হওয়ায় এই এলাকার মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আমাদের দাবি দ্রুত সময়ে যেন সেতুর কাজ শেষ করা হয়।’
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উত্থানের কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর ম্যানেজার মানিক মিয়া বলেন, ‘ব্রিজের কাজ বন্ধ থাকার পর কয়েক দিন হল কাজ শুরু করা হয়েছে। আমরা চেষ্টা করছি কাজটি তাড়াতাড়ি শেষ করতে।’
উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ‘সেতুটির কাজ বর্ষা মৌসুমের জন্য বন্ধ ছিল। বর্তমানে কাজ সচল রয়েছে। যথা সময়ে কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়তি চেয়ে আবেদন করেছিল। সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি দ্রুত সেতুটির কাজ শেষ করতে পারব।’
সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যদি কাজ শেষ না করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার শাখা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শেষ হয়নি তিন বছরেও। অথচ এর নির্মাণকাজ শেষের সময়সীমা ছিল দুই বছর। জনগুরুত্বপূর্ণ এই সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি বলছেন স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ অক্টোবর মাসে ৫ কোটি ৫৮ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু করে মঈনুদ্দিন বাশি নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান পরে কাজটি এক ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। তিনি যথা সময়ে ব্রিজের কাজ শুরু করলেও ২০২২ সালে কাজটি শেষ করতে পারেননি। পরে প্রতিষ্ঠানটি নির্মাণকাজের বাড়তি সময়ের আবেদন করলে তা দেওয়া হয়েছে।
চরদেলুয়া গ্রামের আবু বক্কার আলী বলেন, ‘চরদেলুয়া গ্রামে যমুনা নদীর শাখার ওপর দিয়ে সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তিন বছরেও কাজ শেষ করতে পারেনি। মাঝখানে প্রায় ছয় মাস কাজ অজ্ঞাত কারণে বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু করেছে। তাও আবার ঠিকমতো শ্রমিক থাকে না।’
‘যেভাবে কাজ চলছে, এতে পাঁচ বছরে শেষ হবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা জানি দুই বছরের সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিন বছরেও হয়নি। যেভাবে কাজ চলছে, এতে কত দিনে শেষ হবে তা তারাই ভালো জানে। আমার তো মনে হয় পাঁচ বছরে এই সেতুর কাজ শেষ হবে না।’ যুক্ত করেন আবু বক্কার আলী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, ‘এই গ্রামের জন্য সেতুটি জরুরি। চরদেলুয়া গ্রামসহ চরাঞ্চলের মানুষ এর সুফল ভোগ করবে। কিন্তু সঠিক সময় সেতু নির্মাণ শেষ না হওয়ায় এই এলাকার মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। আমাদের দাবি দ্রুত সময়ে যেন সেতুর কাজ শেষ করা হয়।’
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উত্থানের কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তাঁর ম্যানেজার মানিক মিয়া বলেন, ‘ব্রিজের কাজ বন্ধ থাকার পর কয়েক দিন হল কাজ শুরু করা হয়েছে। আমরা চেষ্টা করছি কাজটি তাড়াতাড়ি শেষ করতে।’
উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ‘সেতুটির কাজ বর্ষা মৌসুমের জন্য বন্ধ ছিল। বর্তমানে কাজ সচল রয়েছে। যথা সময়ে কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান সময় বাড়তি চেয়ে আবেদন করেছিল। সময় দেওয়া হয়েছে। আমরা আশা করছি দ্রুত সেতুটির কাজ শেষ করতে পারব।’
সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যদি কাজ শেষ না করতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
২ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে