তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার নামে দুস্থ সাত নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামের এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
সোহেল রানা উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগীরা হলেন তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের স্ত্রী মোছা. দেলোয়ারা খাতুন, ফিরোজ হোসেনের স্ত্রী ছানোয়ারা খাতুন, খায়রুলের স্ত্রী রনজিদা, ফরজ আলীর স্ত্রী মাছেদা, আব্বাস আলীর স্ত্রী আছমা খাতুন, ইয়ার আলীর স্ত্রী নুরজাহান ও আবু শামার স্ত্রী ছালমা খাতুন।
গত সোমবার (২০ মার্চ) লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে চেয়ারম্যানের কথা বলে ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার নাম করে তাদের আলাদা আলাদাভাবে বাড়িতে ডেকে নেন সোহেল। এ সময় তাদের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার করে টাকা নেন। টাকা নেওয়ার সময় কাউকে না বলার জন্য নিষেধও করে দেন সোহেল রানা। পরে ভিজিডি কার্ড না পেয়ে টাকা ফেরত চাইলে বিষয়টি অস্বীকার করেন সোহেল।
এদিকে ভিজিডি কার্ডের নামে টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে সোহেল রানা বলেন, ‘তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান ম্যাগনেট বলেন, ‘বিষয়টি নিয়ে বসা হবে। আমার নাম ভাঙিয়ে টাকা নিয়ে থাকলে সেই টাকা ফেরত দিতে হবে।’
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জের তাড়াশে ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার নামে দুস্থ সাত নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামের এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
সোহেল রানা উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগীরা হলেন তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের স্ত্রী মোছা. দেলোয়ারা খাতুন, ফিরোজ হোসেনের স্ত্রী ছানোয়ারা খাতুন, খায়রুলের স্ত্রী রনজিদা, ফরজ আলীর স্ত্রী মাছেদা, আব্বাস আলীর স্ত্রী আছমা খাতুন, ইয়ার আলীর স্ত্রী নুরজাহান ও আবু শামার স্ত্রী ছালমা খাতুন।
গত সোমবার (২০ মার্চ) লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে চেয়ারম্যানের কথা বলে ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার নাম করে তাদের আলাদা আলাদাভাবে বাড়িতে ডেকে নেন সোহেল। এ সময় তাদের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার করে টাকা নেন। টাকা নেওয়ার সময় কাউকে না বলার জন্য নিষেধও করে দেন সোহেল রানা। পরে ভিজিডি কার্ড না পেয়ে টাকা ফেরত চাইলে বিষয়টি অস্বীকার করেন সোহেল।
এদিকে ভিজিডি কার্ডের নামে টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে সোহেল রানা বলেন, ‘তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান ম্যাগনেট বলেন, ‘বিষয়টি নিয়ে বসা হবে। আমার নাম ভাঙিয়ে টাকা নিয়ে থাকলে সেই টাকা ফেরত দিতে হবে।’
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৩ মিনিট আগে