সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও জানা গেছে।
আজ রোববার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মদিন মোল্লা (৫৫) ওই গ্রামের প্রয়াত সগির মোল্লার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বড় ধুনাইল গ্রামে সরকারি (খাস) জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে জাফর নামের এক ব্যক্তি এবং রাজ্জাক ও হালিম পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জেরে গত শুক্রবার রাতে রাজ্জাক ও হালিমের লোকজন জাফরের লোকজনের বাড়িঘর ঘেরাও করে রাখেন। পরদিন শনিবার সকালে রাজ্জাক ও হালিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জাফরের লোকজনের বসতবাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাল্টাপাল্টি হামলা ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। আজ সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। রাজ্জাক-হালিমের লোকজন জাফর পক্ষের মদিন মোল্লাকে তাঁর নিজ বাড়ির সামনে পিটিয়ে হত্যা করেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জমির দখল নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও জানা গেছে।
আজ রোববার শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মদিন মোল্লা (৫৫) ওই গ্রামের প্রয়াত সগির মোল্লার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বড় ধুনাইল গ্রামে সরকারি (খাস) জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে জাফর নামের এক ব্যক্তি এবং রাজ্জাক ও হালিম পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জেরে গত শুক্রবার রাতে রাজ্জাক ও হালিমের লোকজন জাফরের লোকজনের বাড়িঘর ঘেরাও করে রাখেন। পরদিন শনিবার সকালে রাজ্জাক ও হালিমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জাফরের লোকজনের বসতবাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে পাল্টাপাল্টি হামলা ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। আজ সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। রাজ্জাক-হালিমের লোকজন জাফর পক্ষের মদিন মোল্লাকে তাঁর নিজ বাড়ির সামনে পিটিয়ে হত্যা করেন। এ সময় আরও অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২৩ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪৩ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে