সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২টা ৪০ মিনিট) উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপে কিছু কিছু সময় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট এড়াতে কাজ করছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের অনেকটা চাপ ছিল। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।’
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশের ৮ শতাধিক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন।’
সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক দিনে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তবে এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ কারণে এখনো পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’

ঈদে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে রাতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (২টা ৪০ মিনিট) উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ রয়েছে। যানবাহনের চাপে কিছু কিছু সময় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হাইওয়ে পুলিশ বলছে, উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা যানজট এড়াতে কাজ করছেন।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে মহাসড়কে যানবাহনের অনেকটা চাপ ছিল। তবে ভোর থেকে যানবাহনের চাপ আবার কমেছে। স্বাভাবিকের চেয়ে কিছু বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই।’
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। কিন্তু ভোর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা-পুলিশের ৮ শতাধিক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে রয়েছেন।’
সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক দিনে প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা দাঁড়ায় ৩৫-৪৫ হাজারে। এই সময়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। তবে এবার মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝুঁকিপূর্ণ স্থান সংস্কার ও নলকা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ কারণে এখনো পর্যন্ত এই মহাসড়কে কোনো যানজট সৃষ্টি হয়নি। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। এ ছাড়া গত ২৪ জুন ২৮ হাজার ৩৯৮টি ও ২৫ জুন ২৯ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে