কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রায় দেড় মাস ধরে একটি গরুর মালিকের খোঁজ করা হয়েছিল। এর জন্য পুরো এলাকায় টানা কয়েক দিন মালিকের সন্ধান চেয়ে প্রচারও করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই মালিকের সন্ধান মেলেনি। শেষে গতকাল বুধবার রাতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে এর অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়েছে। ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ভোরে বাড়ির পাশে বীজতলা পরিচর্যা করতে যান উপজেলার হাজরাহাটি গ্রামের দেলোয়ার হোসেন। সেখানে তিনি হালকা লাল বর্ণের একটি বকনা গরু ঘোরাফেরা করতে দেখেন। একই গ্রামের ওসমান, মান্নান ও খালেকের উপস্থিতিতে গরুটি তাঁর বাড়িতে নিজ জিম্মায় রাখেন।
পরে মাইক দিয়ে মালিকের সন্ধান চেয়ে টানা কয়েক দিন প্রচার চালানো হয়। কোনোভাবেই গরুর মালিকের সন্ধান মিলছিল না। পরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের উপস্থিতিতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে সেই অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘গরুটি আমার বাড়িতে রাখা যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। অনেকে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত। আমি বিষয়টা চেয়ারম্যানকে জানাই। তিনি গত রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে এই ব্যবস্থা করে দিয়েছেন।’
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, ‘এলাকার সবাই জানে দেলোয়ার একটি গরু পেয়েছিলেন। মালিকের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করেছেন তিনি। কিন্তু গরুটির মালিক পাওয়া যায়নি। এ অবস্থায় চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে গরুটি বিক্রি করা হয়েছে ৪৪ হাজার ৫০০ টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই টাকা মসজিদে দিয়েছি।’
চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, ‘অনেক চেষ্টা করেও তারা গরুর মালিকের সন্ধান পায়নি। গরুটি কী করবে ভেবে না পেয়ে আমাকে জানালে বুধবার রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে গরুটি বিক্রি করা হয়। ৪৪ হাজার ৫০০ টাকার মধ্যে ৩০ হাজার স্থানীয় তিনটি মসজিদে দান করে বাকি টাকা খরচ বাবদ দেলোয়ারকে দিয়ে দেওয়া হয়েছে।’

প্রায় দেড় মাস ধরে একটি গরুর মালিকের খোঁজ করা হয়েছিল। এর জন্য পুরো এলাকায় টানা কয়েক দিন মালিকের সন্ধান চেয়ে প্রচারও করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই মালিকের সন্ধান মেলেনি। শেষে গতকাল বুধবার রাতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে এর অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়েছে। ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি গ্রামের।
জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ভোরে বাড়ির পাশে বীজতলা পরিচর্যা করতে যান উপজেলার হাজরাহাটি গ্রামের দেলোয়ার হোসেন। সেখানে তিনি হালকা লাল বর্ণের একটি বকনা গরু ঘোরাফেরা করতে দেখেন। একই গ্রামের ওসমান, মান্নান ও খালেকের উপস্থিতিতে গরুটি তাঁর বাড়িতে নিজ জিম্মায় রাখেন।
পরে মাইক দিয়ে মালিকের সন্ধান চেয়ে টানা কয়েক দিন প্রচার চালানো হয়। কোনোভাবেই গরুর মালিকের সন্ধান মিলছিল না। পরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের উপস্থিতিতে উন্মুক্ত দরে গরুটি বিক্রি করে সেই অর্থ স্থানীয় তিনটি মসজিদে দান করা হয়।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘গরুটি আমার বাড়িতে রাখা যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। অনেকে এসে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত। আমি বিষয়টা চেয়ারম্যানকে জানাই। তিনি গত রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে এই ব্যবস্থা করে দিয়েছেন।’
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, ‘এলাকার সবাই জানে দেলোয়ার একটি গরু পেয়েছিলেন। মালিকের সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করেছেন তিনি। কিন্তু গরুটির মালিক পাওয়া যায়নি। এ অবস্থায় চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে গরুটি বিক্রি করা হয়েছে ৪৪ হাজার ৫০০ টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেই টাকা মসজিদে দিয়েছি।’
চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, ‘অনেক চেষ্টা করেও তারা গরুর মালিকের সন্ধান পায়নি। গরুটি কী করবে ভেবে না পেয়ে আমাকে জানালে বুধবার রাতে এলাকার মাতবরদের নিয়ে বসে গরুটি বিক্রি করা হয়। ৪৪ হাজার ৫০০ টাকার মধ্যে ৩০ হাজার স্থানীয় তিনটি মসজিদে দান করে বাকি টাকা খরচ বাবদ দেলোয়ারকে দিয়ে দেওয়া হয়েছে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৪ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৮ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২১ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৪ মিনিট আগে