শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে মো. জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জয়নাল আবেদীন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের খাড়ামোড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ভারত-বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জয়নালকে ধরে নিয়ে যান।
জয়নাল আবেদীনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তাঁরা জানতে পারেন, বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বিষয়টি জানানো হলে বুধবার বিকেলে এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে জয়নালকে আটক করে তুরা জেলার ডালু থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলার নকশী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়নাল আবেদীনকে ভারতের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ। তাঁকে দেশে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ওই যুবককে আইন অনুযায়ী দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত থেকে মো. জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জয়নাল আবেদীন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের খাড়ামোড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকার ভারত-বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জয়নালকে ধরে নিয়ে যান।
জয়নাল আবেদীনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তাঁরা জানতে পারেন, বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বিষয়টি জানানো হলে বুধবার বিকেলে এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে জয়নালকে আটক করে তুরা জেলার ডালু থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলার নকশী বিজিবি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়নাল আবেদীনকে ভারতের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ। তাঁকে দেশে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ওই যুবককে আইন অনুযায়ী দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৯ মিনিট আগে