Ajker Patrika

ঈদ ও নববর্ষে নাকুগাঁও স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১: ৫৫
ঈদ ও নববর্ষে নাকুগাঁও স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে। তবে ঈদের দিনসহ এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বন্দর কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও পণ্য ওঠানো-নামানোসহ সব কার্যক্রম ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে এই বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হবে। 

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তমতে আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা নাকুগাঁও স্থলবন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। 

নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বন্ধ তিন দিন থাকলেও ব্যবসায়ীদের সিদ্ধান্তমতে নাকুগাঁও স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। এতে যাত্রী পারাপারে কোনো ধরনের সমস্যা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত