শেরপুর প্রতিনিধি

শেরপুরে বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের গৌরীপুর মহল্লার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে ঠোঁটকাটা জাহাঙ্গীর ও মো. রফিক মিয়ার ছেলে মো. শামীম মিয়া। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আব্দুস ছালামের ছেলে মো. আলাল উদ্দিন।
জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ২১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় মৃত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে ঢোকেন ওই এলাকার লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল উদ্দিন। এ সময় তাঁদের চিনে ফেলায় বৃদ্ধা ফরিদা বেগমকে গলা কেটে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ফরিদার ছেলে সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন আসামি জাহাঙ্গীর ও লিটনকে গ্রেপ্তার করে। তাঁরা ২০২০ সালের ২৯ আগস্ট আদালতে ফরিদা বেগমকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী শামীম ও আলালকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সালের ১৯ জানুয়ারি ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক হারুন-অর-রশীদ। পরে বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।
এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহত বৃদ্ধার পরিবার।

শেরপুরে বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের গৌরীপুর মহল্লার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে ঠোঁটকাটা জাহাঙ্গীর ও মো. রফিক মিয়ার ছেলে মো. শামীম মিয়া। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আব্দুস ছালামের ছেলে মো. আলাল উদ্দিন।
জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ২১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় মৃত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে ঢোকেন ওই এলাকার লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল উদ্দিন। এ সময় তাঁদের চিনে ফেলায় বৃদ্ধা ফরিদা বেগমকে গলা কেটে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ফরিদার ছেলে সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন আসামি জাহাঙ্গীর ও লিটনকে গ্রেপ্তার করে। তাঁরা ২০২০ সালের ২৯ আগস্ট আদালতে ফরিদা বেগমকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী শামীম ও আলালকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সালের ১৯ জানুয়ারি ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক হারুন-অর-রশীদ। পরে বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।
এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহত বৃদ্ধার পরিবার।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে