Ajker Patrika

জঙ্গিবাদ সাজানো নাটক ছিল: ডিআইজি রেজাউল

শরীয়তপুর প্রতিনিধি
জঙ্গিবাদ সাজানো নাটক ছিল: ডিআইজি রেজাউল
শরীয়তপুর পুলিশ লাইনসে সুধী সমাবেশে ঢাকা রেঞ্জের ডিআইজি। ছবি: আজকের পত্রিকা

জঙ্গিবাদ একসময় নাটক ছিল বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। আজ রোববার শরীয়তপুর পুলিশ লাইনসে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ‘এখানে জঙ্গিবাদ নিয়ে কথা উঠেছে। জঙ্গিবাদ তো একসময় সাজানো নাটক ছিল। আজ আমরা সেই সাজানো নাটক থেকে পরিত্রাণ পেয়েছি।’

ডিআইজি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর আমরা ফ্যাসিস্ট শাসকের নিপীড়নের শিকার হয়েছি। সেখান থেকে আজ আমরা মুক্ত হয়েছি। এখন আমরা নতুন বাংলাদেশে, নতুন চেতনায় গড়া পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছি।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে মাদক ও চাঁদাবাজির বিষয়ে কথা উঠেছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, মাদক ও চাঁদাবাজির বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। শরীয়তপুরে চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান হবে না। যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে, তাহলে কঠোরভাবে দমন করা হবে।’

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই আন্দোলনে ১৪ শহীদের পরিবারকে উপহারসামগ্রী দেওয়া হয়।

এ সময় জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাছির উদ্দিন কালু, জামায়াতের জেলা শাখার নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত