শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু দুই ভাইবোনের পর বড় বোন মীমও (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকা নেওয়ার পথে গভীর রাতে মারা যায় ছোট বোন সামীয়া (১২) ও ভাই আরাফাত (৭)। নিহত শিশুরা উপজেলার সখিপুর থানার আশ্রাফ আলী ব্যাপারী কান্দী গ্রামের অটোরিকশাচালক মনসুর ঢালীর সন্তান। এ তথ্য নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার।
পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে শিশু সামিয়া ও আরাফাতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বিকেলে বাড়ির পাশে তাদের দাফন করা হয়। বেলা ১টার দিকে খবর আসে বড় বোন মীমও মারা গেছে। মীমের মরদেহ এখনো বাড়ি গিয়ে পৌঁছেনি।
মনসুর ঢালী ও রেহানা বেগমের তিন ছেলেমেয়েই। সবাইকে হারিয়ে বাবা মনসুর ঢালী ও রেহানা বেগম এখন পাগলপ্রায়। তাঁরা আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিন শিশুর মৃত্যুতে এলাকায়ও যেন শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা বলছেন, সোমবার রাত ১০টার দিকে মীম, সামীয়া ও আরাফাত তাদের টিনশেড ঘরে ঘুমাচ্ছিল। তাদের মা রেহানা বেগম পাশের আরেকটি ঘরে তারাবিহর নামাজ পড়ছিলেন। বাবা মনসুর ঢালী মসজিদ থেকে নামাজ পড়ে তখনো বাড়ি ফেরেননি।
হঠাৎ ওই ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রতিবেশী ও স্বজনেরা আগুন নেভাতে ছুটে যান। সেখানে তিন ভাইবোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। তাদের ঢাকা নেওয়ার পথে ভোররাত ৪টার দিকে সামীয়া ও আরাফাত মারা যায়। মীমকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীমও মারা যায়।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু দুই ভাইবোনের পর বড় বোন মীমও (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকা নেওয়ার পথে গভীর রাতে মারা যায় ছোট বোন সামীয়া (১২) ও ভাই আরাফাত (৭)। নিহত শিশুরা উপজেলার সখিপুর থানার আশ্রাফ আলী ব্যাপারী কান্দী গ্রামের অটোরিকশাচালক মনসুর ঢালীর সন্তান। এ তথ্য নিশ্চিত করেছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার।
পুলিশ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে শিশু সামিয়া ও আরাফাতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বিকেলে বাড়ির পাশে তাদের দাফন করা হয়। বেলা ১টার দিকে খবর আসে বড় বোন মীমও মারা গেছে। মীমের মরদেহ এখনো বাড়ি গিয়ে পৌঁছেনি।
মনসুর ঢালী ও রেহানা বেগমের তিন ছেলেমেয়েই। সবাইকে হারিয়ে বাবা মনসুর ঢালী ও রেহানা বেগম এখন পাগলপ্রায়। তাঁরা আহাজারি করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। তিন শিশুর মৃত্যুতে এলাকায়ও যেন শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা বলছেন, সোমবার রাত ১০টার দিকে মীম, সামীয়া ও আরাফাত তাদের টিনশেড ঘরে ঘুমাচ্ছিল। তাদের মা রেহানা বেগম পাশের আরেকটি ঘরে তারাবিহর নামাজ পড়ছিলেন। বাবা মনসুর ঢালী মসজিদ থেকে নামাজ পড়ে তখনো বাড়ি ফেরেননি।
হঠাৎ ওই ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রতিবেশী ও স্বজনেরা আগুন নেভাতে ছুটে যান। সেখানে তিন ভাইবোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। তাদের ঢাকা নেওয়ার পথে ভোররাত ৪টার দিকে সামীয়া ও আরাফাত মারা যায়। মীমকে নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীমও মারা যায়।

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে