শরীয়তপুর ও গোসাইরহাট প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয় আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাহানারা বেগম (৫৫), লুৎফুন নাহার লিমা (২৮), ফজলে রাব্বি (২৮), রবিউল ইসলাম (২৬), জিলানি (২৮) ও মাসুদ রানা (৩০)।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরজ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সটি বরিশাল কলেজ রোড থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটিও ঢাকার দিকেই যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি পেছন থেকে সিলিন্ডার বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন।’ অ্যাম্বুলেন্সটি ট্রাকের দুই হাত ভেতরে ঢুকে যায় বলে জানান তিনি।
সুরজ উদ্দিন আহমেদ জানান, নিহতদের মধ্যে চার অ্যাম্বুলেন্স যাত্রী, চালক ও হেলপার ছিলেন। যাত্রী চারজনের মধ্যে যিনি রোগী ছিলেন, তাঁর নাম জাহানারা বেগম (৫৫)। বাকি তিনজন হলেন ওই রোগীর ছেলে ও মেয়ে। অন্য একজন তাঁর আত্মীয়।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা ভোর ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সের চালকসহ ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। তবে রোগী ও তাঁদের স্বজনেরা বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয় আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাহানারা বেগম (৫৫), লুৎফুন নাহার লিমা (২৮), ফজলে রাব্বি (২৮), রবিউল ইসলাম (২৬), জিলানি (২৮) ও মাসুদ রানা (৩০)।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরজ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সটি বরিশাল কলেজ রোড থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটিও ঢাকার দিকেই যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি পেছন থেকে সিলিন্ডার বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন।’ অ্যাম্বুলেন্সটি ট্রাকের দুই হাত ভেতরে ঢুকে যায় বলে জানান তিনি।
সুরজ উদ্দিন আহমেদ জানান, নিহতদের মধ্যে চার অ্যাম্বুলেন্স যাত্রী, চালক ও হেলপার ছিলেন। যাত্রী চারজনের মধ্যে যিনি রোগী ছিলেন, তাঁর নাম জাহানারা বেগম (৫৫)। বাকি তিনজন হলেন ওই রোগীর ছেলে ও মেয়ে। অন্য একজন তাঁর আত্মীয়।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা ভোর ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সের চালকসহ ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। তবে রোগী ও তাঁদের স্বজনেরা বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৯ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৬ মিনিট আগে