শরীয়তপুর ও গোসাইরহাট প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয় আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাহানারা বেগম (৫৫), লুৎফুন নাহার লিমা (২৮), ফজলে রাব্বি (২৮), রবিউল ইসলাম (২৬), জিলানি (২৮) ও মাসুদ রানা (৩০)।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরজ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সটি বরিশাল কলেজ রোড থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটিও ঢাকার দিকেই যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি পেছন থেকে সিলিন্ডার বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন।’ অ্যাম্বুলেন্সটি ট্রাকের দুই হাত ভেতরে ঢুকে যায় বলে জানান তিনি।
সুরজ উদ্দিন আহমেদ জানান, নিহতদের মধ্যে চার অ্যাম্বুলেন্স যাত্রী, চালক ও হেলপার ছিলেন। যাত্রী চারজনের মধ্যে যিনি রোগী ছিলেন, তাঁর নাম জাহানারা বেগম (৫৫)। বাকি তিনজন হলেন ওই রোগীর ছেলে ও মেয়ে। অন্য একজন তাঁর আত্মীয়।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা ভোর ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সের চালকসহ ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। তবে রোগী ও তাঁদের স্বজনেরা বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ছয় আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাহানারা বেগম (৫৫), লুৎফুন নাহার লিমা (২৮), ফজলে রাব্বি (২৮), রবিউল ইসলাম (২৬), জিলানি (২৮) ও মাসুদ রানা (৩০)।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরজ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সটি বরিশাল কলেজ রোড থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটিও ঢাকার দিকেই যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি পেছন থেকে সিলিন্ডার বোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন।’ অ্যাম্বুলেন্সটি ট্রাকের দুই হাত ভেতরে ঢুকে যায় বলে জানান তিনি।
সুরজ উদ্দিন আহমেদ জানান, নিহতদের মধ্যে চার অ্যাম্বুলেন্স যাত্রী, চালক ও হেলপার ছিলেন। যাত্রী চারজনের মধ্যে যিনি রোগী ছিলেন, তাঁর নাম জাহানারা বেগম (৫৫)। বাকি তিনজন হলেন ওই রোগীর ছেলে ও মেয়ে। অন্য একজন তাঁর আত্মীয়।
ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা ভোর ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সের চালকসহ ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল এলাকায়। তবে রোগী ও তাঁদের স্বজনেরা বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
১১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে