শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে মোক্তার হোসেন গাজী (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। স্পিডভোট দুটির একটিতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরাও ছিলেন। দুর্ঘটনায় তিনজন ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন ১০ জন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে কাঁচিকাটা-দুলারচর মাঝামাঝি পদ্মা নদীতে দুর্ঘটনাটি ঘটে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোক্তার হোসেন গাজী ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।
আহতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস অ্যান্ড স্টেশনারি এবং প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের চালকের সহকারী মো. সাইফুলের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মার নদীর ওপারের চরে ৭টি কেন্দ্র রয়েছে। সেখানে দায়িত্ব পালন করতে তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছিলেন। রাতে ফেরার পথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজন ম্যাজিস্ট্রেটসহ স্পিডবোটে থাকা ৯ জন আহত হন। অপর স্পিডবোটে থাকা একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে মোক্তার হোসেন গাজী (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। স্পিডভোট দুটির একটিতে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরাও ছিলেন। দুর্ঘটনায় তিনজন ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন ১০ জন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে কাঁচিকাটা-দুলারচর মাঝামাঝি পদ্মা নদীতে দুর্ঘটনাটি ঘটে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোক্তার হোসেন গাজী ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মোহাম্মদ বাচ্চুর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।
আহতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস অ্যান্ড স্টেশনারি এবং প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের চালকের সহকারী মো. সাইফুলের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মার নদীর ওপারের চরে ৭টি কেন্দ্র রয়েছে। সেখানে দায়িত্ব পালন করতে তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছিলেন। রাতে ফেরার পথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজন ম্যাজিস্ট্রেটসহ স্পিডবোটে থাকা ৯ জন আহত হন। অপর স্পিডবোটে থাকা একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে