নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক মাস আগে শরীয়তপুরের জাজিরায় ব্যবসায়ীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় জড়িত অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমাণ পাওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর ১২ (১) অনুযায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৩১ মে জাজিরার নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেয় পুলিশ। তাঁকে পদ্মা সেতু দক্ষিণ থানায় আটকে রেখে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ ওঠে।
ওই ঘটনায় শরীয়তপুর পুলিশ সুপারের কাছে গত ২ জুন অভিযোগ দেন ব্যবসায়ীর ভাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা পাঁচটি চেক উদ্ধার করে। ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দেয় তদন্তকারী কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে ভুক্তোভোগী আদালতে একটি মামলাও করেছেন।
এ ঘটনায় এরই মধ্যে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে রাসেল মনিরকে বরখাস্ত করা হলো।
রাসেল মনির ২০২২ সালের নভেম্বরে শরীয়তপুর জেলা পুলিশে যোগ দেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ ব্যাচের কর্মকর্তা।

এক মাস আগে শরীয়তপুরের জাজিরায় ব্যবসায়ীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার ঘটনায় জড়িত অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমাণ পাওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর ১২ (১) অনুযায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৩১ মে জাজিরার নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেয় পুলিশ। তাঁকে পদ্মা সেতু দক্ষিণ থানায় আটকে রেখে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ ওঠে।
ওই ঘটনায় শরীয়তপুর পুলিশ সুপারের কাছে গত ২ জুন অভিযোগ দেন ব্যবসায়ীর ভাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা পাঁচটি চেক উদ্ধার করে। ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দেয় তদন্তকারী কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে ভুক্তোভোগী আদালতে একটি মামলাও করেছেন।
এ ঘটনায় এরই মধ্যে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে রাসেল মনিরকে বরখাস্ত করা হলো।
রাসেল মনির ২০২২ সালের নভেম্বরে শরীয়তপুর জেলা পুলিশে যোগ দেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ ব্যাচের কর্মকর্তা।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২২ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৯ মিনিট আগে