শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো পোলিং অফিসারকেই নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাতে জাজিরা উপজেলার বি কে নগর বাজারে এ মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই পোলিং অফিসার হলেন—মীর আবু সাইদ। তিনি ২৫ নম্বর বি কে নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রাথমিক শিক্ষক মীর আবু সাইদ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। রোববার রাতে মীর আবু সাইদ বাড়ির পাশের বি কে নগর বাজারে গেলে আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা এক যুবক তাঁকে এক পাশে ডেকে নিয়ে যান। সেখানে বি কে নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদার, স্থানীয় আব্দুল আলী সরদার ও মজিবুর বানিয়া উপস্থিত ছিলেন।
একপর্যায়ে সাইদুর রহমান সরদারসহ অন্যরা পোলিং অফিসার মীর আবু সাইদকে নির্বাচনের দিন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর পক্ষে কাজ করতে বলেন। বিনিময়ে তাঁকে মোটা অঙ্কের টাকাসহ অন্যান্য সুযোগ-সুবিধার প্রস্তাব দেওয়া হয়।
সরকারি কাজে নিয়োজিত মীর আবু সাইদ এমন প্রস্তাবে রাজি না হওয়ায় সাইদুর রহমান সরদার, আব্দুল আলী সরদারসহ অন্যরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে আবু সাইদের স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মীর আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়। রোববার রাতে ব্যক্তিগত কাজে বাজারে গেলে একজন লোক আমাকে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানসহ অন্যদের কাছে ডেকে নিয়ে যান। তাঁরা আমাকে টাকার বিনিময়ে মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার প্রস্তাব দেন। তাঁদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’
তবে অভিযোগ অস্বীকার করে বি কে নগর ইউপির সাবেক চেয়ারম্যান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর (শিক্ষক মীর আবু সাইদ) সঙ্গে আমাদের কারও এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে ওই পোলিং অফিসার কারও কাছেই কোনো অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রচার ও বিতর্ক সৃষ্টি হওয়ায়, তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক পোলিং অফিসারকে মারধর করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, উল্টো পোলিং অফিসারকেই নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাতে জাজিরা উপজেলার বি কে নগর বাজারে এ মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই পোলিং অফিসার হলেন—মীর আবু সাইদ। তিনি ২৫ নম্বর বি কে নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রাথমিক শিক্ষক মীর আবু সাইদ পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। রোববার রাতে মীর আবু সাইদ বাড়ির পাশের বি কে নগর বাজারে গেলে আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা এক যুবক তাঁকে এক পাশে ডেকে নিয়ে যান। সেখানে বি কে নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদার, স্থানীয় আব্দুল আলী সরদার ও মজিবুর বানিয়া উপস্থিত ছিলেন।
একপর্যায়ে সাইদুর রহমান সরদারসহ অন্যরা পোলিং অফিসার মীর আবু সাইদকে নির্বাচনের দিন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর পক্ষে কাজ করতে বলেন। বিনিময়ে তাঁকে মোটা অঙ্কের টাকাসহ অন্যান্য সুযোগ-সুবিধার প্রস্তাব দেওয়া হয়।
সরকারি কাজে নিয়োজিত মীর আবু সাইদ এমন প্রস্তাবে রাজি না হওয়ায় সাইদুর রহমান সরদার, আব্দুল আলী সরদারসহ অন্যরা তাঁকে মারধর করেন। খবর পেয়ে আবু সাইদের স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মীর আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে পোলিং অফিসার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়। রোববার রাতে ব্যক্তিগত কাজে বাজারে গেলে একজন লোক আমাকে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানসহ অন্যদের কাছে ডেকে নিয়ে যান। তাঁরা আমাকে টাকার বিনিময়ে মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার প্রস্তাব দেন। তাঁদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’
তবে অভিযোগ অস্বীকার করে বি কে নগর ইউপির সাবেক চেয়ারম্যান আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর (শিক্ষক মীর আবু সাইদ) সঙ্গে আমাদের কারও এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে ওই পোলিং অফিসার কারও কাছেই কোনো অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে মিডিয়ায় সংবাদ প্রচার ও বিতর্ক সৃষ্টি হওয়ায়, তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩১ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৭ মিনিট আগে