শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমাইয়া আক্তারের (২০) ঝুলন্ত লাশ নিজের শোয়ারঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে। তিনি নড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনি নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল বুধবার ছিল সুমাইয়ার জন্মদিন। এদিন সহপাঠী নিয়ে কলেজে কেক কেটে জন্মদিন পালনের পর রাতে পারিবারিকভাবে সুমাইয়ার জন্মদিন পালন করা হয়। এরপর রাতের খাবার খাওয়া শেষে সুমাইয়া নিজের ঘরে চলে যান এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেন।
গতকাল মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু হয়। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তাঁরা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকে। তবে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। বিষয়টি নড়িয়া থানায় জানানো হলে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করে বলে জানায় পুলিশ।
সুমাইয়ার চাচা নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘গতকাল গভীর রাতে সুমাইয়ার মোবাইল ফোনের রিংটোনের শব্দে বাড়ির লোকজন জেগে উঠে সুমাইয়াকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয় তারা আমাকে খবর দেয়। রাত ৩টার দিকে আমি দ্রুত ছুটে যাই। সবাই মিলে দরজা ভেঙে দেখি সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রাতে একটি ছেলের নম্বর থেকে সুমাইয়ার মোবাইল ফোনে ১০০ বারের বেশি কল আসে। ওই ছেলের কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।’ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানান কাউন্সিলর আবু জাফর।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কলেজছাত্রী সুমাইয়া কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।’

শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমাইয়া আক্তারের (২০) ঝুলন্ত লাশ নিজের শোয়ারঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে। তিনি নড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনি নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল বুধবার ছিল সুমাইয়ার জন্মদিন। এদিন সহপাঠী নিয়ে কলেজে কেক কেটে জন্মদিন পালনের পর রাতে পারিবারিকভাবে সুমাইয়ার জন্মদিন পালন করা হয়। এরপর রাতের খাবার খাওয়া শেষে সুমাইয়া নিজের ঘরে চলে যান এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেন।
গতকাল মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু হয়। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তাঁরা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকে। তবে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। বিষয়টি নড়িয়া থানায় জানানো হলে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করে বলে জানায় পুলিশ।
সুমাইয়ার চাচা নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘গতকাল গভীর রাতে সুমাইয়ার মোবাইল ফোনের রিংটোনের শব্দে বাড়ির লোকজন জেগে উঠে সুমাইয়াকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয় তারা আমাকে খবর দেয়। রাত ৩টার দিকে আমি দ্রুত ছুটে যাই। সবাই মিলে দরজা ভেঙে দেখি সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রাতে একটি ছেলের নম্বর থেকে সুমাইয়ার মোবাইল ফোনে ১০০ বারের বেশি কল আসে। ওই ছেলের কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।’ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানান কাউন্সিলর আবু জাফর।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কলেজছাত্রী সুমাইয়া কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।’

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২৩ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩১ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে