শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী (১৮)। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে থানায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলায় ধর্ষণের শিকার হন মেয়েটি। মেয়েটির বাবা একজন মাছ বিক্রেতা। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তারকৃতরা হলেন রুদ্রকর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজান ঢালী (৪৫), দক্ষিণ চররোসুন্দী গ্রামের জুয়েল ফরাজি (২৪), সুমন বয়াতী (১৮), ইয়াছিন বয়াতী (৩৮), শাহীন সরদার (৩০), খোকন সরদার (৩৩) ও রাসেল সরদার (২৬)।
এই সাতজনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার মেয়েটির বাবা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়েটি ঢাকার কেরানীগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করেন। চাচাতো বোনের বিয়ের দাওয়াত খেতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তিনি তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। গতকাল ছিল তাঁর চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান। বিয়ে খাওয়ার পর আজ শনিবার সকালে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এ ঘটনা ঘটে। গতকাল রাত সাড়ে আটটার দিকে মেয়েটিকে পরিকল্পিতভাবে বাড়ির সামনে থেকে মুখে কাপড় পেঁচিয়ে তুলে নিয়ে যায় এলাকার কতিপয় বখাটে।
পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পাকা ঘরে নিয়ে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর সেখানে তাঁকে ফেলে রেখে চলে যায় ধর্ষকেরা। পরে কান্নাকাটির শব্দ পেয়ে মেয়েটিকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাঁর স্বজনেরা। আজ সকালে মেয়েটির বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই সাত আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনের নামে পালং মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গার্মেন্টস কর্মীকে দল বেঁধে ধর্ষণের মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা হবে।’

শরীয়তপুরে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী (১৮)। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে থানায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলায় ধর্ষণের শিকার হন মেয়েটি। মেয়েটির বাবা একজন মাছ বিক্রেতা। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রেপ্তারকৃতরা হলেন রুদ্রকর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজান ঢালী (৪৫), দক্ষিণ চররোসুন্দী গ্রামের জুয়েল ফরাজি (২৪), সুমন বয়াতী (১৮), ইয়াছিন বয়াতী (৩৮), শাহীন সরদার (৩০), খোকন সরদার (৩৩) ও রাসেল সরদার (২৬)।
এই সাতজনের নাম উল্লেখ করে পালং মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার মেয়েটির বাবা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার মেয়েটি ঢাকার কেরানীগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করেন। চাচাতো বোনের বিয়ের দাওয়াত খেতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তিনি তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। গতকাল ছিল তাঁর চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান। বিয়ে খাওয়ার পর আজ শনিবার সকালে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এ ঘটনা ঘটে। গতকাল রাত সাড়ে আটটার দিকে মেয়েটিকে পরিকল্পিতভাবে বাড়ির সামনে থেকে মুখে কাপড় পেঁচিয়ে তুলে নিয়ে যায় এলাকার কতিপয় বখাটে।
পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পাকা ঘরে নিয়ে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর সেখানে তাঁকে ফেলে রেখে চলে যায় ধর্ষকেরা। পরে কান্নাকাটির শব্দ পেয়ে মেয়েটিকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাঁর স্বজনেরা। আজ সকালে মেয়েটির বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই সাত আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনের নামে পালং মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গার্মেন্টস কর্মীকে দল বেঁধে ধর্ষণের মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা হবে।’

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৯ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে