শরীয়তপুর প্রতিনিধি

আগামীকাল বিয়ে, আজ গায়েহলুদের অনুষ্ঠানে যোগ দিতে এসে লাশ হয়ে ফিরতে হলো বরসহ তিন বন্ধুকে। ঢাকা থেকে গোসাইরহাট ফেরার পথে লঞ্চ দুর্ঘটনায় মারা যান রব তানজিল মোল্লাসহ তিন বন্ধু। উৎসবের পরিবর্তে বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম।
এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করছে জেলা প্রশাসন। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন, গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল মোল্লা, তাঁর বন্ধু জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী ও টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ।
নিহত তানজিলের পরিবার ও পুলিশ জানায়, সোমবার বিয়ের জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছে পরিবার। কিন্তু লঞ্চ দুর্ঘটনার খবরে উৎসবের বাড়িতে এখন চলছে শোকের মাতম। গায়েহলুদের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার রাত ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চে গোসাইরহাটের উদ্দেশ্যে পরিবার ও বন্ধুদের নিয়ে যাত্রা করেন তানজিল মোল্লা।

আজ রোববার ভোর ৪টার দিকে সাইক্কা সেতুর নিচ দিয়ে আসার সময় লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংকের সঙ্গে ব্রিজের ধাক্কা লাগে। এ সময় পানির ট্যাংক দুমড়েমুচড়ে আছড়ে পরে ঘুমন্ত যাত্রীদের ওপর। ঘটনাস্থলেই মারা যান তানজিল ও তাঁর বন্ধু সাকিল আহমেদ এবং সাগর আলী। এ ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে নেওয়া হয় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত তানজিলের দাদা রতন মিয়া বলেন, ‘কাইল বিয়ার জন্য বাড়িতে অনেক মেহমান আইছে। আইজ সন্ধ্যায় অর গায়েহলুদের কথা আছিলো। রাইতে ঢাহার তোন আহনের সময় লঞ্চ দুর্ঘটনায় সব শ্যাষ কইরা দিলো। বিয়ার উৎসবের বদলে অহন আমাগো লাশ লইয়া দৌড়ান লাগতাছে।’
দুর্ঘটনা কবলিত লঞ্চ যাত্রী নিহত তানজিলের ফুপু হাসনা ভানু বলেন, ‘রাইতে ঘুমের ঘোরে আচুক্কা বিকট শব্দ শুনতে পাই। পরে খবর পাই ভাইরবেটা তানজিলসহ তিনজন মইরা গেছে। লঞ্চে যাত্রী বেশি আছিলো তাই নিচে জায়গা পায় নাই ওরা। ছাদে গিয়া ঘুমাইছিল। আগে যদি জানতাম মানিকরে আমার বুকে লইয়া ঘুমাইতাম।’
গোসাইরহাট লঞ্চ ঘাটের ইজারাদার মোজাম্মেল হক বলেন, ‘শনিবার ঢাকা থেকে দুটি লঞ্চ ছেড়ে আসার কথা থাকলেও একটি লঞ্চ আসে। ফলে দুই লঞ্চের যাত্রী একটিতে নেওয়া হয়। ফলে ডেকে জায়গা না পেয়ে ছাদে যাত্রা করেন অনেক যাত্রী। দুটা লঞ্চ ছেড়ে আসলে হয়তো যাত্রীদের ছাদে উঠতে হতো না।’
গোসাইরহাট থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, লঞ্চ দুর্ঘটনার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই লঞ্চ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নিহতদের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে তদন্তকারী দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামীকাল বিয়ে, আজ গায়েহলুদের অনুষ্ঠানে যোগ দিতে এসে লাশ হয়ে ফিরতে হলো বরসহ তিন বন্ধুকে। ঢাকা থেকে গোসাইরহাট ফেরার পথে লঞ্চ দুর্ঘটনায় মারা যান রব তানজিল মোল্লাসহ তিন বন্ধু। উৎসবের পরিবর্তে বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম।
এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন ও নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করছে জেলা প্রশাসন। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ঘটনায় নিহতরা হলেন, গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল মোল্লা, তাঁর বন্ধু জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী ও টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ।
নিহত তানজিলের পরিবার ও পুলিশ জানায়, সোমবার বিয়ের জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছে পরিবার। কিন্তু লঞ্চ দুর্ঘটনার খবরে উৎসবের বাড়িতে এখন চলছে শোকের মাতম। গায়েহলুদের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার রাত ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চে গোসাইরহাটের উদ্দেশ্যে পরিবার ও বন্ধুদের নিয়ে যাত্রা করেন তানজিল মোল্লা।

আজ রোববার ভোর ৪টার দিকে সাইক্কা সেতুর নিচ দিয়ে আসার সময় লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংকের সঙ্গে ব্রিজের ধাক্কা লাগে। এ সময় পানির ট্যাংক দুমড়েমুচড়ে আছড়ে পরে ঘুমন্ত যাত্রীদের ওপর। ঘটনাস্থলেই মারা যান তানজিল ও তাঁর বন্ধু সাকিল আহমেদ এবং সাগর আলী। এ ঘটনায় আহত আরও দুজনকে উদ্ধার করে নেওয়া হয় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত তানজিলের দাদা রতন মিয়া বলেন, ‘কাইল বিয়ার জন্য বাড়িতে অনেক মেহমান আইছে। আইজ সন্ধ্যায় অর গায়েহলুদের কথা আছিলো। রাইতে ঢাহার তোন আহনের সময় লঞ্চ দুর্ঘটনায় সব শ্যাষ কইরা দিলো। বিয়ার উৎসবের বদলে অহন আমাগো লাশ লইয়া দৌড়ান লাগতাছে।’
দুর্ঘটনা কবলিত লঞ্চ যাত্রী নিহত তানজিলের ফুপু হাসনা ভানু বলেন, ‘রাইতে ঘুমের ঘোরে আচুক্কা বিকট শব্দ শুনতে পাই। পরে খবর পাই ভাইরবেটা তানজিলসহ তিনজন মইরা গেছে। লঞ্চে যাত্রী বেশি আছিলো তাই নিচে জায়গা পায় নাই ওরা। ছাদে গিয়া ঘুমাইছিল। আগে যদি জানতাম মানিকরে আমার বুকে লইয়া ঘুমাইতাম।’
গোসাইরহাট লঞ্চ ঘাটের ইজারাদার মোজাম্মেল হক বলেন, ‘শনিবার ঢাকা থেকে দুটি লঞ্চ ছেড়ে আসার কথা থাকলেও একটি লঞ্চ আসে। ফলে দুই লঞ্চের যাত্রী একটিতে নেওয়া হয়। ফলে ডেকে জায়গা না পেয়ে ছাদে যাত্রা করেন অনেক যাত্রী। দুটা লঞ্চ ছেড়ে আসলে হয়তো যাত্রীদের ছাদে উঠতে হতো না।’
গোসাইরহাট থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, লঞ্চ দুর্ঘটনার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই লঞ্চ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নিহতদের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে তদন্তকারী দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে