শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় দাফনের ৩৩ দিন পর ময়নাতদন্তের জন্য এক মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। শিশুটি কবিরাজের ভুল চিকিৎসায় মারা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জাজিরা পৌর কবরস্থান থেকে শিশুর লাশ উত্তোলন করে পুলিশ।
মরদেহ উত্তোলনের সময় জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।
ওই শিশুটির নাম—আল ইসলাম। সে জাজিরা উপজেলার দক্ষিণ খোশাল শিকদার কান্দি গ্রামের রাসেল মাঝির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শিশু আল–ইসলামের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত ৪ ফেব্রুয়ারি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সেখান থেকে আবার তাকে ঢাকার শিশু হাসপাতালে রেফার করা হয়।
শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়ার সময় একই উপজেলার রহিম খান জানতে পেরে শিশুর বাবা রাসেল মাঝিকে বলেন, ‘শিশুকে ঢাকা নেওয়ার দরকার নেই। এটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না। কবিরাজি চিকিৎসা দিতে হবে। আমি তোমার ছেলেকে সুস্থ করে দেব।’ পরে রহিম খান শিশুটিকে তিন বেলা কবিরাজি চিকিৎসা দেন। পরে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওই কবিরাজসহ পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা রাসেল মাঝি। পরে কবিরাজ রহিম খানসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় জাজিরা থানা-পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর কবিরাজসহ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

শরীয়তপুরের জাজিরায় দাফনের ৩৩ দিন পর ময়নাতদন্তের জন্য এক মাস বয়সী শিশুর লাশ উত্তোলন করা হয়েছে। শিশুটি কবিরাজের ভুল চিকিৎসায় মারা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জাজিরা পৌর কবরস্থান থেকে শিশুর লাশ উত্তোলন করে পুলিশ।
মরদেহ উত্তোলনের সময় জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।
ওই শিশুটির নাম—আল ইসলাম। সে জাজিরা উপজেলার দক্ষিণ খোশাল শিকদার কান্দি গ্রামের রাসেল মাঝির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শিশু আল–ইসলামের ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে গত ৪ ফেব্রুয়ারি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তার পরিবার। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সেখান থেকে আবার তাকে ঢাকার শিশু হাসপাতালে রেফার করা হয়।
শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়ার সময় একই উপজেলার রহিম খান জানতে পেরে শিশুর বাবা রাসেল মাঝিকে বলেন, ‘শিশুকে ঢাকা নেওয়ার দরকার নেই। এটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না। কবিরাজি চিকিৎসা দিতে হবে। আমি তোমার ছেলেকে সুস্থ করে দেব।’ পরে রহিম খান শিশুটিকে তিন বেলা কবিরাজি চিকিৎসা দেন। পরে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ওই কবিরাজসহ পাঁচজনকে আসামি করে জাজিরা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা রাসেল মাঝি। পরে কবিরাজ রহিম খানসহ ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় জাজিরা থানা-পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর কবিরাজসহ চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে