সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার কুশখালী ও কৈখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকার কামরাঙ্গীরচর থানার বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল, খুলনার কয়ারা উপজেলার নাকসা গ্রামের মৃত আমির গাজীর মেয়ে নাছিমা বিবি, রেজাউল সরদারের মেয়ে সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুরের কালিয়াকৈরের বরাব গ্রামের রহমত আলীর মেয়ে সাথী আক্তার, সাতক্ষীরার পাইগাছা গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর ছেলে এনছাফুল ইসলাম, খুলনার গ্রিন ল্যান্ড বি ব্লক এলাকার জয়নাল আবেদীনের মেয়ে তাসলিমা বেগম, আব্দুর রবের মেয়ে ইয়াসমিন, গোপালগঞ্জের তালতলা গ্রামের হারাধনের ছেলে মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের ছেলে নজরুল ইসলাম।
এ ছাড়া ফিরেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাঁদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।
৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, আটককৃতরা সাতক্ষীরা, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে অবস্থান করছিল। বিএসএফ তাদের আটক করে বিজিবির সঙ্গে যোগাযোগ করে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত পাঠায়। রাতে তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ জনকে বিজিবি থানায় জমা দিয়েছে। রোববার তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।
কৈখালী সীমান্তে আটক হওয়া নূর আলম জানান, আড়াই বছর আগে পাসপোর্টে করে পরিবারের সঙ্গে ভারতের কেরালায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় অবস্থান করতে গিয়ে তাঁদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাঁদের আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, যাচাই-বাছাই শেষে রোববার সকালে সোপর্দকৃত পাঁচজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার কুশখালী ও কৈখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকার কামরাঙ্গীরচর থানার বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল, খুলনার কয়ারা উপজেলার নাকসা গ্রামের মৃত আমির গাজীর মেয়ে নাছিমা বিবি, রেজাউল সরদারের মেয়ে সুমাইয়া খাতুন, মিস রোকাইয়া, গাজীপুরের কালিয়াকৈরের বরাব গ্রামের রহমত আলীর মেয়ে সাথী আক্তার, সাতক্ষীরার পাইগাছা গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন, নলতার নুর আলী গাজীর ছেলে এনছাফুল ইসলাম, খুলনার গ্রিন ল্যান্ড বি ব্লক এলাকার জয়নাল আবেদীনের মেয়ে তাসলিমা বেগম, আব্দুর রবের মেয়ে ইয়াসমিন, গোপালগঞ্জের তালতলা গ্রামের হারাধনের ছেলে মনিতোষ রায় এবং মিরপুর সেকশন গ্রামের সিরাজের ছেলে নজরুল ইসলাম।
এ ছাড়া ফিরেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তাঁর স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাঁদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।
৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, আটককৃতরা সাতক্ষীরা, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে অবস্থান করছিল। বিএসএফ তাদের আটক করে বিজিবির সঙ্গে যোগাযোগ করে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত পাঠায়। রাতে তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ জনকে বিজিবি থানায় জমা দিয়েছে। রোববার তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।
কৈখালী সীমান্তে আটক হওয়া নূর আলম জানান, আড়াই বছর আগে পাসপোর্টে করে পরিবারের সঙ্গে ভারতের কেরালায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় অবস্থান করতে গিয়ে তাঁদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। পরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাঁদের আটক করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, যাচাই-বাছাই শেষে রোববার সকালে সোপর্দকৃত পাঁচজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২২ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে