সাতক্ষীরা প্রতিনিধি

দীর্ঘ ১১ ঘন্টা পর সাতক্ষীরা দূরপাল্লার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এর আগে আজ সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকেরা। ফলে দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হানিফ পরিবহনের ব্যবস্থাপক মুকুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় জানতে পারেন, পরিবহন ঢাকাতে যাবে না। এ সময় তিনি পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।
সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকাতে বৃহস্পতিবার তার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সকাল ৯টায় এসে শোনেন, পরিবহন ঢাকাতে যাবে না। এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকাল বাসে খুলনায় যাব। সেখান থেকে ঢাকায় যাব।
সাতক্ষীরা ঈগল পরিবহনের ব্যবস্থাপক মহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে আজ সকাল থেকে মালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন।’
জেলা প্রশাসক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারা দিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হতো। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকেরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারি করে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।’

দীর্ঘ ১১ ঘন্টা পর সাতক্ষীরা দূরপাল্লার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এর আগে আজ সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে কাউন্টার রাখতে না দেওয়ার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিকেরা। ফলে দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা ঢাকায় যেতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হানিফ পরিবহনের ব্যবস্থাপক মুকুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন ডিপো সাতক্ষীরা শহরে রাখা যাবে না, তবে ঈদের আগ পর্যন্ত কাউন্টারের সামনে পাঁচ মিনিট রেখে যাত্রী তোলা যাবে, জেলা প্রশাসনের এমন শর্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
আশাশুনি থেকে আসা যাত্রী আয়েশা খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চেয়েছিলেন। সকাল ৮টায় জানতে পারেন, পরিবহন ঢাকাতে যাবে না। এ সময় তিনি পণ্যসামগ্রী নিয়ে বিপাকে পড়েন।
সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে আসা যাত্রী আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকাতে বৃহস্পতিবার তার একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সকাল ৯টায় এসে শোনেন, পরিবহন ঢাকাতে যাবে না। এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকাল বাসে খুলনায় যাব। সেখান থেকে ঢাকায় যাব।
সাতক্ষীরা ঈগল পরিবহনের ব্যবস্থাপক মহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে সঙ্গীতা সিনেমা এলাকা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন চলে। বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে গত পরশু পুলিশ এখান থেকে পরিবহন চালানো নিষিদ্ধ করে। উপায়ন্তর না দেখে আজ সকাল থেকে মালিকেরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন।’
জেলা প্রশাসক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সিদ্ধান্ত হয়েছিল পরিবহন ডিপো বাঁকালে সরিয়ে নেওয়ার। পরিবহন ডিপো সাতক্ষীরার প্রাণকেন্দ্র সঙ্গীতা সিনেমা হল এলাকায় থাকায় সারা দিন-রাত ব্যাপক যানজট সৃষ্টি হতো। এসব বিবেচনায় পরিবহন ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সে সিদ্ধান্ত পরিবহন মালিকেরা কার্যকর না করায় পুলিশ মঙ্গলবার সঙ্গীতা মোড় এলাকা থেকে পরিবহন না ছাড়তে আদেশ জারি করে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে, এমন তথ্য পেয়ে পরিবহন সংশ্লিষ্টদের আমার কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল থেকে পরিবহন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে