সাতক্ষীরা প্রতিনিধি

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
এ সময় দুদকের খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার এক ব্যক্তি অভিযোগ করেন, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তাঁর তিন হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি জানান, দলিল তুলতে ৮০০ টাকা লাগে, সঙ্গে লাগে ১০০ টাকা। তিন হাজার টাকাকে নিয়েছে, তা তাঁর জানা নেই।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন কমিশনার।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির বিষয়ে এক অভিযোগকারী বলেন, বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের এক কিলোমিটার খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তী সময় সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পাউবোর কর্মকর্তারা।
এ ছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে তিন কোটি টাকা খরচ করে পাউবোর কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজশে পাঁচ কোটি টাকা উত্তোলন করে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়েও দুর্নীতির বড় অভিযোগ রয়েছে বলে গণশুনানিতে উঠে এসেছে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি, ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যন্ত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীকালে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেসব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘৩৬টি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।’

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
এ সময় দুদকের খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার এক ব্যক্তি অভিযোগ করেন, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তাঁর তিন হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি জানান, দলিল তুলতে ৮০০ টাকা লাগে, সঙ্গে লাগে ১০০ টাকা। তিন হাজার টাকাকে নিয়েছে, তা তাঁর জানা নেই।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন কমিশনার।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির বিষয়ে এক অভিযোগকারী বলেন, বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের এক কিলোমিটার খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তী সময় সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পাউবোর কর্মকর্তারা।
এ ছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে তিন কোটি টাকা খরচ করে পাউবোর কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজশে পাঁচ কোটি টাকা উত্তোলন করে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়েও দুর্নীতির বড় অভিযোগ রয়েছে বলে গণশুনানিতে উঠে এসেছে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি, ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যন্ত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীকালে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেসব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘৩৬টি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩৯ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে