সাতক্ষীরা ও আমতলী (বরগুনা) প্রতিনিধি

ভাষা আন্দোলনের সাত দশক পেরিয়ে গেলেও সাতক্ষীরার ৭৩ শতাংশেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি কোনো শহীদ মিনার। মহান একুশে ফেব্রুয়ারি পালনে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে কাজ চালাতে দেখা যায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। অন্যদিকে বরগুনার আমতলী উপজেলায় ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারই ভরসা শিক্ষার্থীদের।
সাতক্ষীরা জেলা ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৫৮টিতে শহীদ মিনার আছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টিতে এখনো শহীদ মিনার তৈরি করা হয়নি। প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও নাজুক। ১ হাজার ৯৩টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে মাত্র ১১২টিতে।
সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ জানান, তাঁর বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ফলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে স্কুলে ভাষা দিবস পালন করা হয়।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এ জন্য পাশের মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হয়।’
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে স্থানীয়দের সহায়তায় শহীদ মিনার নির্মাণের। তবে অর্থসংকটসহ বিভিন্ন কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ জানান, যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, ভাষা আন্দোলন বা তার তাৎপর্য সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কীভাবে জানবে? এটা খুবই দুঃখজনক!
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান কবীর বলেন, জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে কোনো শহীদ মিনার নেই। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁশ বা কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বরগুনার আমতলী উপজেলার ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০০টিতে শহীদ মিনার নেই। অর্থাৎ ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
জানা গেছে, আমতলী উপজেলায় ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি নিম্নমাধ্যমিক, ২৭টি মাধ্যমিক, মাদ্রাসা ২৯টি এবং সাতটি কলেজ রয়েছে। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়, দুটি কলেজ ও ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অন্যদিকে উপজেলার কোনো মাদ্রাসাতেই শহীদ মিনার নেই।
আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘ভাষাশহীদদের পরিচয় জানতে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা আবশ্যক।’

ভাষা আন্দোলনের সাত দশক পেরিয়ে গেলেও সাতক্ষীরার ৭৩ শতাংশেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি কোনো শহীদ মিনার। মহান একুশে ফেব্রুয়ারি পালনে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে কাজ চালাতে দেখা যায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। অন্যদিকে বরগুনার আমতলী উপজেলায় ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারই ভরসা শিক্ষার্থীদের।
সাতক্ষীরা জেলা ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৫৮টিতে শহীদ মিনার আছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টিতে এখনো শহীদ মিনার তৈরি করা হয়নি। প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও নাজুক। ১ হাজার ৯৩টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে মাত্র ১১২টিতে।
সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ জানান, তাঁর বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ফলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে স্কুলে ভাষা দিবস পালন করা হয়।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এ জন্য পাশের মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হয়।’
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে স্থানীয়দের সহায়তায় শহীদ মিনার নির্মাণের। তবে অর্থসংকটসহ বিভিন্ন কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ জানান, যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, ভাষা আন্দোলন বা তার তাৎপর্য সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কীভাবে জানবে? এটা খুবই দুঃখজনক!
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান কবীর বলেন, জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে কোনো শহীদ মিনার নেই। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁশ বা কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বরগুনার আমতলী উপজেলার ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০০টিতে শহীদ মিনার নেই। অর্থাৎ ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
জানা গেছে, আমতলী উপজেলায় ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি নিম্নমাধ্যমিক, ২৭টি মাধ্যমিক, মাদ্রাসা ২৯টি এবং সাতটি কলেজ রয়েছে। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়, দুটি কলেজ ও ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অন্যদিকে উপজেলার কোনো মাদ্রাসাতেই শহীদ মিনার নেই।
আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘ভাষাশহীদদের পরিচয় জানতে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা আবশ্যক।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১২ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৩৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে