শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে আসামি ও তার লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামির পরিবার ও পলাতক অপর আসামি মোবাইলে এবং লোকজন পাঠিয়ে এসব হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
আজ সোমবার ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, অব্যাহত হুমকির পাশাপাশি অপর আসামি গত ছয় দিনেও আটক না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তারসহ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঘটনার শিকার পরিবারটি।
মামলার বাদী ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, ‘মামলা দায়েরের পর থেকে আসামির পরিবারের সদস্যরা নানাভাবে তাদেরকে হুমকি দিচ্ছে। পুলিশ ও আইন-আদালতকে প্রভাবিত করে আসামিদের রক্ষাসহ মিথ্যা আর হয়রানিমূলক মামলায় জড়িয়ে তাদেরকে সর্বস্বান্ত করারও হুমকি দিচ্ছে আসামির পরিবারের সদস্যরা। পলাতক রাহুল মোবাইলে তাঁর একমাত্র ছেলেকে ‘‘দেখে নেওয়ার’’ হুমকি দিয়ে দ্রুত মামলা তুলে নিতে নির্দেশ দিয়েছে।’
ভুক্তভোগী কিশোরীর ভগ্নিপতি অভিযোগ করেন, গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রাকেশ বাইনের বাবা লোকজন পাঠিয়ে মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে। দ্বিতীয় আসামি রাহুল গ্রেপ্তার এড়িয়ে তার নিজস্ব লোকজন দিয়ে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তার রাকেশের বাবা স্বপন বাইন জানায়, ‘মামলা হওয়ার পর বিষয়টি নিয়ে কারও সঙ্গে তার কোন কথা হয়নি। তবে পলাতক রাহুলের বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলেও উল্লেখ করেন।’ ছেলের এমন কাণ্ডে নিজে লজ্জিত দাবি করে রাকেশের পিতা আরও বলেন, ‘পুলিশি তদন্তে সম্পূর্ণ সত্য উদ্ঘাটন হবে বলেও তিনি বিশ্বাস করেন।’
উল্লেখ্য গত রোববার রাতে চাচাতো বোনের সঙ্গে পূজা দেখে বাড়িতে ফেরার পথে বুড়িগোয়ালিনী শিব মন্দিরের সামনের রাস্তা থেকে রাকেশ ও রাহুল ওই স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা আটকে রেখে ধর্ষণের পর ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে বাইরে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী ছাত্রীকে মুখ বন্ধ রাখতে নির্দেশ দেয় দুই যুবক। দুই দিন পর মঙ্গলবার ঘটনা জানাজানির পর ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাকেশ বাইন ও রাহুল কবিরাজের বিরুদ্ধে মামলা করে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গত মঙ্গলবার রাকেশকে গ্রেপ্তার করলেও রাহুল পালিয়ে যায়।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘বাদী ও তার পরিবার হুমকির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। পলাতক রাহুলকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর আছে বলেও তিনি নিশ্চিত করেন।’

সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে আসামি ও তার লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামির পরিবার ও পলাতক অপর আসামি মোবাইলে এবং লোকজন পাঠিয়ে এসব হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
আজ সোমবার ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, অব্যাহত হুমকির পাশাপাশি অপর আসামি গত ছয় দিনেও আটক না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তারসহ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঘটনার শিকার পরিবারটি।
মামলার বাদী ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, ‘মামলা দায়েরের পর থেকে আসামির পরিবারের সদস্যরা নানাভাবে তাদেরকে হুমকি দিচ্ছে। পুলিশ ও আইন-আদালতকে প্রভাবিত করে আসামিদের রক্ষাসহ মিথ্যা আর হয়রানিমূলক মামলায় জড়িয়ে তাদেরকে সর্বস্বান্ত করারও হুমকি দিচ্ছে আসামির পরিবারের সদস্যরা। পলাতক রাহুল মোবাইলে তাঁর একমাত্র ছেলেকে ‘‘দেখে নেওয়ার’’ হুমকি দিয়ে দ্রুত মামলা তুলে নিতে নির্দেশ দিয়েছে।’
ভুক্তভোগী কিশোরীর ভগ্নিপতি অভিযোগ করেন, গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রাকেশ বাইনের বাবা লোকজন পাঠিয়ে মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছে। দ্বিতীয় আসামি রাহুল গ্রেপ্তার এড়িয়ে তার নিজস্ব লোকজন দিয়ে প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তার রাকেশের বাবা স্বপন বাইন জানায়, ‘মামলা হওয়ার পর বিষয়টি নিয়ে কারও সঙ্গে তার কোন কথা হয়নি। তবে পলাতক রাহুলের বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলেও উল্লেখ করেন।’ ছেলের এমন কাণ্ডে নিজে লজ্জিত দাবি করে রাকেশের পিতা আরও বলেন, ‘পুলিশি তদন্তে সম্পূর্ণ সত্য উদ্ঘাটন হবে বলেও তিনি বিশ্বাস করেন।’
উল্লেখ্য গত রোববার রাতে চাচাতো বোনের সঙ্গে পূজা দেখে বাড়িতে ফেরার পথে বুড়িগোয়ালিনী শিব মন্দিরের সামনের রাস্তা থেকে রাকেশ ও রাহুল ওই স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা আটকে রেখে ধর্ষণের পর ভিডিও চিত্র ধারণ করে পরবর্তীতে বাইরে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী ছাত্রীকে মুখ বন্ধ রাখতে নির্দেশ দেয় দুই যুবক। দুই দিন পর মঙ্গলবার ঘটনা জানাজানির পর ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাকেশ বাইন ও রাহুল কবিরাজের বিরুদ্ধে মামলা করে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গত মঙ্গলবার রাকেশকে গ্রেপ্তার করলেও রাহুল পালিয়ে যায়।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘বাদী ও তার পরিবার হুমকির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। পলাতক রাহুলকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর আছে বলেও তিনি নিশ্চিত করেন।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে