শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

স্বামীকে ভিডিও কলে রেখে সাতক্ষীরার শ্যামনগরে শামিমা আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রোববার উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
দেড় বছর বয়সী পুত্র সন্তানের জননী শামিমা একই গ্রামের মো. শহিদুল্লাহ শেখের মেয়ে। তিন বছর আগে উপজেলার রঘুনাথপুর গ্রামের সাগর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।’
গৃহবধূর বাবা মো. শহিদুল্লাহ শেখ বলেন, ‘রাতে (রোববার) ভাত খেয়ে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যায়। মধ্যরাতের দিকে তার দেড় বছর বয়সী নাতি সাব্বিরের কান্নার শব্দে পরিবারের সদস্যরা শামিমার কক্ষে যেয়ে আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘গত কিছুদিন ধরে স্বামীর সঙ্গে শামিমার ঝামেলা চলছিল। ছোট বয়সে মাকে হারানোর পর লালনকারী বৃদ্ধ নানির বাড়িতে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে সাগর দেড় মাস আগে শামিমাকে বাড়ি থেকে বের করে দেয়। একপর্যায়ে প্রায় ১৫ দিন আটকে রাখার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে একমাত্র সন্তানকে শামিমার কাছে পাঠায়।’
বৃদ্ধ শহিদুল্লাহর দাবি, ‘ঘরে ঢুকে শামিমাকে নামানোর সময় তার মোবাইল ফোনে ভিডিও কল চলছিল। অপর প্রান্তে থাকা স্বামী সাগর একই সময়ে লাইনে (কলে) থেকে তার মেয়ের গলায় ফাঁস দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করলেও তাদের কল দিয়ে জানাননি।’
এ বিষয়ে কথা বলতে সাগর হোসেন ও তার বাবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

স্বামীকে ভিডিও কলে রেখে সাতক্ষীরার শ্যামনগরে শামিমা আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রোববার উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
দেড় বছর বয়সী পুত্র সন্তানের জননী শামিমা একই গ্রামের মো. শহিদুল্লাহ শেখের মেয়ে। তিন বছর আগে উপজেলার রঘুনাথপুর গ্রামের সাগর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।’
গৃহবধূর বাবা মো. শহিদুল্লাহ শেখ বলেন, ‘রাতে (রোববার) ভাত খেয়ে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যায়। মধ্যরাতের দিকে তার দেড় বছর বয়সী নাতি সাব্বিরের কান্নার শব্দে পরিবারের সদস্যরা শামিমার কক্ষে যেয়ে আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘গত কিছুদিন ধরে স্বামীর সঙ্গে শামিমার ঝামেলা চলছিল। ছোট বয়সে মাকে হারানোর পর লালনকারী বৃদ্ধ নানির বাড়িতে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে সাগর দেড় মাস আগে শামিমাকে বাড়ি থেকে বের করে দেয়। একপর্যায়ে প্রায় ১৫ দিন আটকে রাখার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে একমাত্র সন্তানকে শামিমার কাছে পাঠায়।’
বৃদ্ধ শহিদুল্লাহর দাবি, ‘ঘরে ঢুকে শামিমাকে নামানোর সময় তার মোবাইল ফোনে ভিডিও কল চলছিল। অপর প্রান্তে থাকা স্বামী সাগর একই সময়ে লাইনে (কলে) থেকে তার মেয়ের গলায় ফাঁস দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করলেও তাদের কল দিয়ে জানাননি।’
এ বিষয়ে কথা বলতে সাগর হোসেন ও তার বাবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তাঁর মেয়ে মরিয়ম (৮)।
১১ মিনিট আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এই নোটিশ পাঠান।
১৩ মিনিট আগে
এর আগে ৭ জানুয়ারি সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দফায় ভোটের গাড়ির মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। সে সময় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রদর্শনী উপভোগ করলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। স্থানীয়রা তখন জানান, ভোটের গাড়ি আসার বিষয়ে তাঁরা আগে কিছুই জানতেন না।
১৬ মিনিট আগে