Ajker Patrika

কালীগঞ্জে চেতনানাশক দিয়ে টাকাসহ স্বর্ণালংকার চুরি

প্রতিনিধি, সাতক্ষীরা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২: ০৬
কালীগঞ্জে চেতনানাশক দিয়ে টাকাসহ স্বর্ণালংকার চুরি

সাতক্ষীরার কালীগঞ্জের একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে তাপস মণ্ডল (৩৮) নামে এক ব্যক্তির বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাপস ওই গ্রামের গুরুপদ মণ্ডলের ছেলে।

জানা যায়, প্রতিদিনের মতো ভুক্তভোগী তাপস মণ্ডলের পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে চেতনানাশক স্প্রে করে। এতে বাসিন্দারা অজ্ঞান হয়ে গেলে নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার, কাপড়,৩টি মোবাইলসহ ৪ লাখের বেশি মূল্যের জিনিসপত্র নিয়ে যায়।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ভুক্তভোগী তাপস মণ্ডল, স্ত্রী পার্বতী মণ্ডল (৩৮), ছেলে দীপ মণ্ডল (১১) ও শ্যালিকা বাসন্তী মণ্ডলকে (৩৩) উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী তাপস মণ্ডলের স্ত্রী পার্বতী মণ্ডল (৩৮) ও শ্যালিকা বাসন্তী মণ্ডল (৩৩) অচেতন অবস্থায় ছিলেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গত কয়েক দিন আগে বিষ্ণুপুর বাবুর বাড়ি এলাকার লোচন মাস্টারের বাড়িতেও চুরি হয়েছে। লোচন মাস্টারের পরিবারের সদস্যরা ঘটনা টের পেয়ে চিৎকার করে। এতে চোরচক্র পালিয়ে যায়।

পরপর দুইবার এমন ঘটনায় বিষ্ণুপুর এলাকায় চুরির আতঙ্ক বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত