কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগের প্রতিবাদ করায় নবম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক অভিযুক্ত নারীর নাম মায়া। তিনি সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর দাদি বলে জানা গেছে। তবে ঘটনায় জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী কিশোরী। বাকি অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের এবং কিশোরীর দাদির বোন আয়শা। আব্দুল কাদেরের নির্দেশেই কিশোরীকে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে সে।
কিশোরীর অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টার দিকে কিশোরী তার দাদির কাছে গেলে তার দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদেরের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় কাদেরের নির্দেশে তাঁর দাদির বোন আয়শা এবং আয়শার সতিন মায়া তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টাসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাঁকে পানিও খেতে দেওয়া হয়নি। পরে খবর পেয়ে বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
কিশোরী ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর ছোট বোনের হৃদ্রোগের চিকিৎসার জন্য তার দাদি কিশোরীর বাবাকে একটি গরু দেন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি আয়শা, মায়া ও কাদের। তাঁরা কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন। আব্দুল কাদের (সাবেক মেম্বার) চৌকিদার পাঠিয়ে চুরির দায় দিয়ে কিশোরীর পরিবারকে হুমকি দেন। বাবার বিরুদ্ধে ওঠা চুরির অপবাদের প্রতিবাদ জানাতে মঙ্গলবার সকালে দাদির বাড়িতে যায় ওই কিশোরী। এ সময় প্রতিবেশী দাদা ও সাবেক মেম্বার আব্দুল কাদেরের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। তখন কাদের তার বাড়ির উঠানে নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দেন।
ভুক্তভোগী কিশোরী জানায়, ‘বাবার বিরুদ্ধে চুরির অপবাদের প্রতিবাদ করতে দাদির সঙ্গে দেখা করতে গেলে আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ৯টার দিকে আমাকে বেঁধে রাখেন। তাঁরা বলেন, আমাকে ধরলে নাকি আমার আম্মু-আব্বু আসবে। তখন তাঁদের ধরবেন।’
কিশোরীর বাবার অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁর মেয়েকে নির্যাতন করা হয়েছে। তিনি জড়িত সবার বিচারের দাবি করেন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আব্দুল কাদের ও আয়শা সটকে পড়েন। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ মায়া নামের অভিযুক্ত এক নারীকে আটক করে থানায় নিয়ে গেছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অব্দুল কুদ্দুস প্রামাণিক বলেন, ‘ওর (কিশোরী) পিঠের চামড়া ছিড়ি দেওয়া লাগত। এত বেয়াদব মেয়ে হয়। তার বাবা কেন গরু চুরি করল? আমি চাইছিলাম অভিভাবক আসলে ফয়সালা করে দেব। কিন্তু এসে শুনলাম পুলিশ আসছে।’ চেয়ারম্যানের অভিযোগ, কিশোরীর বাবা গরু ‘চুরি’ করে নিয়ে যাওয়ায় তার দাদি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি তসলিম উদ্দিন বলেন, কিশোরীকে উদ্ধার এবং এক নারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। কিশোরীর পরিবার লিখিত অভিযোগ দিলে বাকি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামের রাজারহাটে বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগের প্রতিবাদ করায় নবম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক অভিযুক্ত নারীর নাম মায়া। তিনি সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর দাদি বলে জানা গেছে। তবে ঘটনায় জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী কিশোরী। বাকি অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের এবং কিশোরীর দাদির বোন আয়শা। আব্দুল কাদেরের নির্দেশেই কিশোরীকে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছে সে।
কিশোরীর অভিযোগ, মঙ্গলবার সকাল ৯টার দিকে কিশোরী তার দাদির কাছে গেলে তার দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদেরের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় কাদেরের নির্দেশে তাঁর দাদির বোন আয়শা এবং আয়শার সতিন মায়া তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টাসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাঁকে পানিও খেতে দেওয়া হয়নি। পরে খবর পেয়ে বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
কিশোরী ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর ছোট বোনের হৃদ্রোগের চিকিৎসার জন্য তার দাদি কিশোরীর বাবাকে একটি গরু দেন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি আয়শা, মায়া ও কাদের। তাঁরা কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন। আব্দুল কাদের (সাবেক মেম্বার) চৌকিদার পাঠিয়ে চুরির দায় দিয়ে কিশোরীর পরিবারকে হুমকি দেন। বাবার বিরুদ্ধে ওঠা চুরির অপবাদের প্রতিবাদ জানাতে মঙ্গলবার সকালে দাদির বাড়িতে যায় ওই কিশোরী। এ সময় প্রতিবেশী দাদা ও সাবেক মেম্বার আব্দুল কাদেরের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। তখন কাদের তার বাড়ির উঠানে নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রাখার নির্দেশ দেন।
ভুক্তভোগী কিশোরী জানায়, ‘বাবার বিরুদ্ধে চুরির অপবাদের প্রতিবাদ করতে দাদির সঙ্গে দেখা করতে গেলে আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ৯টার দিকে আমাকে বেঁধে রাখেন। তাঁরা বলেন, আমাকে ধরলে নাকি আমার আম্মু-আব্বু আসবে। তখন তাঁদের ধরবেন।’
কিশোরীর বাবার অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁর মেয়েকে নির্যাতন করা হয়েছে। তিনি জড়িত সবার বিচারের দাবি করেন।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আব্দুল কাদের ও আয়শা সটকে পড়েন। ফলে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ মায়া নামের অভিযুক্ত এক নারীকে আটক করে থানায় নিয়ে গেছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অব্দুল কুদ্দুস প্রামাণিক বলেন, ‘ওর (কিশোরী) পিঠের চামড়া ছিড়ি দেওয়া লাগত। এত বেয়াদব মেয়ে হয়। তার বাবা কেন গরু চুরি করল? আমি চাইছিলাম অভিভাবক আসলে ফয়সালা করে দেব। কিন্তু এসে শুনলাম পুলিশ আসছে।’ চেয়ারম্যানের অভিযোগ, কিশোরীর বাবা গরু ‘চুরি’ করে নিয়ে যাওয়ায় তার দাদি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি তসলিম উদ্দিন বলেন, কিশোরীকে উদ্ধার এবং এক নারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। কিশোরীর পরিবার লিখিত অভিযোগ দিলে বাকি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
২ ঘণ্টা আগে