
চাওয়া তথ্য না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুড়িগ্রাম সার্কেলের মোটরযান পরিদর্শককে তলব করেছেন আদালত। আগামী ১ নভেম্বর মো. সাজ্জাদুর রহমানকে স্বশরীরে হাজির হয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা জজ আদালতের যুগ্ম দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ আদেশ দেন।
আজ মঙ্গলবার দুপুরে মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, জব্দ করা একটি কাভার্ড ভ্যানের মালিকানা যাচাইয়ের জন্য গত ১৪ সেপ্টেম্বর আদালত বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) কুড়িগ্রাম কার্যালয়ের কাছে প্রতিবেদন চেয়ে আদেশ দেন। ১ অক্টোবর আদেশের অনুলিপি কুড়িগ্রাম বিআরটিএ কার্যালয়ে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর বিআরটিএ কুড়িগ্রাম কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদন দেওয়া হয়। জব্দকৃত গাড়ির ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর উল্লেখ করে গাড়িটি ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা ঢাকার আওতাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে গাড়ির প্রকৃত মালিকের তথ্য উল্লেখ না করে উল্টো আদালতকে বিস্তারিত তথ্য ও প্রকৃত মালিকের নাম-ঠিকানা ঢাকা মেট্রো সার্কেল-৩, উত্তরা ঢাকা থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়।
আদালত তাঁর আদেশে বলেছেন, চাহিত তথ্য না দিয়ে এভাবে প্রতিবেদন দেওয়া সরাসরি ও লিখিতভাবে আদালত অবমাননার অপরাধ। এমতাবস্থায় মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না ও আদালত অবমাননার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টকে অবগত করা হবে না এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হবে না কেন, তা আগামী ১ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি আদালতের আদেশের কপি পেয়েছি। নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেব।’
এক প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান বলেন, ‘আমি সহকারী পরিচালক স্যারের পক্ষে প্রতিবেদনে স্বাক্ষর করেছি। এ ধরনের প্রতিবেদনগুলো আমরা এভাবেই দিই। আদালত যে সময় দিয়েছিলেন তাতে ঢাকা থেকে তথ্য পাওয়া সম্ভব ছিল না।’
সম্পূর্ণ তথ্য প্রদানে আদালতের কাছে সময় চাওয়া যেত কি না, এমন প্রশ্নে এই মোটরযান পরিদর্শক বলেন, ‘তা যেত।’
সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা আহসান হাবিব কাজল আদালত অবমাননার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে