
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের হরতকীতলা এলাকায় স্ত্রী, দুই মেয়ে ও শাশুড়িকে কুপিয়ে নিজেরও পেট কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন জিয়াউল ইসলাম জিয়া (৩৮) নামের এক ব্যক্তি। এ সময় অস্ত্রের কোপে তাঁর স্ত্রী রত্না বেগম (২৫), তিন বছরের মেয়ে ইয়াছমিন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় জিয়া, ১৪ দিনের মেয়ে, শাশুড়ি বিলকিস বেগমকে (৪০) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে জিয়াউর রহমান অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। জিয়াউর একই ইউনিয়নের চান্দিনা পাড়া এলাকার শমারু মাহমুদের ছেলে।
বোড়াগাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অশ্বনী কুমার রায় জানান, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল। আজ (বুধবার) দুপুরে জিয়া আর তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। জিয়া ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী, এক মেয়ে, শাশুড়িকে ছুরি দিয়ে কোপ দেয়। আর ১৪ দিনের শিশু সন্তানকে পানিতে ফেলে দিয়ে নিজের পেটে ছুরি দিয়ে কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলেই স্ত্রী রত্না বেগম ও মেয়ে ইয়াছমিনের মৃত্যু হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় জিয়া, তাঁর শাশুড়ি ও ১৪ দিনের শিশু সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনজনকে আহত অবস্থায় ও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে