পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় নির্মাণ করা সেই কাঁটাতারে এবার বাঁশের বেড়া লাগানোর ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাহারায় ভারতীয় নাগরিকেরা এ কাজ করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান তাঁরা। গত মঙ্গলবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া ও সরকারপাড়া সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল হোসেন।
এর আগে ১০ জানুয়ারি সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ-ভারতের প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের সাব-পিলার ৩৭ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখার শেষ অংশে প্রায় এক কিলোমিটারজুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণশ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে সাড়ে ৩ থেকে ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। বেড়া দেওয়ার ছয় দিনের মাথায় ১৫ জানুয়ারি দুপুরে বেড়ার চার থেকে পাঁচ গজ পরপর একটি খালি করে কাচের বোতল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এর ১২ দিন পর ওই বেড়ায় বাঁশের বাতা বেঁধে দিল বিএসএফ।
কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা গুনা (জিআই তার) দিয়ে বেঁধে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাতা বেঁধে দিতে বিজিবি সদস্যরা নিষেধ করে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানান। বিএসএফ সদস্যরা কথা না শুনে ভারতীয় নির্মাণশ্রমিকদের কাজ চালিয়ে যেতে সহায়তা করছেন। এ সময় একজন বিএসএফ জোয়ানকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো।’ বিজিবি সদস্য বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশের কোনো ধরনের নির্মাণকাজ না করার প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের কথা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেন। বিএসএফ সদস্যরা তা না শুনে তর্ক করতে থাকেন।
দহগ্রাম সরকারপাড়া এলাকার আব্দুর রহিম (৫০) বলেন, ‘সীমান্তের একদম শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফ ও ভারতীয় লোকজন প্রায় সময় এসে হিন্দিতে নানা ধরনের উসকানিমূলক কথা বলে যায়। রাতে এসে হঠাৎ চিৎকার করে। এতে আমাদের ভয় হয়।’
পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল বলেন, ‘বাঁশের বাতা তিন দিন আগে দিয়েছে। আমরা প্রতিবাদ করেছি ও নিষেধ করেছি। বর্তমানে বাতা আর বাঁধছে না। কাজ বন্ধ আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় নির্মাণ করা সেই কাঁটাতারে এবার বাঁশের বেড়া লাগানোর ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাহারায় ভারতীয় নাগরিকেরা এ কাজ করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান তাঁরা। গত মঙ্গলবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া ও সরকারপাড়া সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল হোসেন।
এর আগে ১০ জানুয়ারি সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ-ভারতের প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের সাব-পিলার ৩৭ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখার শেষ অংশে প্রায় এক কিলোমিটারজুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণশ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে সাড়ে ৩ থেকে ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। বেড়া দেওয়ার ছয় দিনের মাথায় ১৫ জানুয়ারি দুপুরে বেড়ার চার থেকে পাঁচ গজ পরপর একটি খালি করে কাচের বোতল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এর ১২ দিন পর ওই বেড়ায় বাঁশের বাতা বেঁধে দিল বিএসএফ।
কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা গুনা (জিআই তার) দিয়ে বেঁধে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, বাতা বেঁধে দিতে বিজিবি সদস্যরা নিষেধ করে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানান। বিএসএফ সদস্যরা কথা না শুনে ভারতীয় নির্মাণশ্রমিকদের কাজ চালিয়ে যেতে সহায়তা করছেন। এ সময় একজন বিএসএফ জোয়ানকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো।’ বিজিবি সদস্য বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশের কোনো ধরনের নির্মাণকাজ না করার প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের কথা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেন। বিএসএফ সদস্যরা তা না শুনে তর্ক করতে থাকেন।
দহগ্রাম সরকারপাড়া এলাকার আব্দুর রহিম (৫০) বলেন, ‘সীমান্তের একদম শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়া নিয়ে বিএসএফ ও ভারতীয় লোকজন প্রায় সময় এসে হিন্দিতে নানা ধরনের উসকানিমূলক কথা বলে যায়। রাতে এসে হঠাৎ চিৎকার করে। এতে আমাদের ভয় হয়।’
পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার জামিল বলেন, ‘বাঁশের বাতা তিন দিন আগে দিয়েছে। আমরা প্রতিবাদ করেছি ও নিষেধ করেছি। বর্তমানে বাতা আর বাঁধছে না। কাজ বন্ধ আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।’
‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে চারজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন বলে জানা গেছে। তবে কী ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে, তা জানা যায়নি...
২৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সদস্য সদস্য (এমপি) চয়ন ইসলামকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে।
৩৬ মিনিট আগেচট্টগ্রাম নগরের জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতি মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে তাঁদের দুই সন্তানসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে