গাইবান্ধা প্রতিনিধি

বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে আদালতে আসামিকে হাজির করে তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে রাষ্ট্র, বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে বিশেষ বিবেচনায় রিমান্ড বাতিল করেন আদালত এবং কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি বাসা থেকে মাহবুব আরা বেগম গিনিকে আটক করা হয়। তাকে গাইবান্ধায় বিএনপি–যুবদলের কার্যালয় ভাঙচুরের মামলা ছাড়াও আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে আসামিপক্ষের কোন আইনজীবীর বক্তব্য জানা যায়নি। তবে বাদী পক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক হুইপ গিনিকে কেউ চেনে না। তাকে সবাই বিন্দু মাসি হিসেবে চেনে। এই বিন্দু মাসিকে গাইবান্ধায় দুটি মামলায় আনা হয়েছে। আজ একটি মামলা তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আমরা রাষ্ট্রকে সহায়তা করার জন্য হিয়ারিং করেছি।’
তিনি বলেন, ‘এই আসামি ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে মানুষকে নিপীড়ন, নির্যাতন করেছেন। তার হুকুমেই গাইবান্ধায় অসংখ্য মামলা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসা থেকে শুরু করে যতগুলো হত্যা হয়েছে, সবই তার ইন্ধনে হয়েছে। আমরা তার রিমান্ড চেয়ে ছিলাম এবং জামিন বাতিল চেয়েছিলাম।
আদালত জামিন নামঞ্জুর এবং রিমান্ড বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা আইনজীবীসহ জেলার মানুষ এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।’
আব্দুল হালিম প্রামাণিক আরও বলেন, ‘এখনো স্বৈরাচার হাসিনার কিছু দোসর আইন কর্মকর্তা ঘাপটি মেরে আছেন। তারা বর্তমান সরকারকে কোন আইনি সহায়তা করছেন না। অনেক আইন কর্মকর্তা সরকারের পক্ষে কাজ না করে আসামি পক্ষের হয়ে কাজ করছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করে বাতিল করা হোক।’ পাশাপাশি নতুন করে আইন কর্মকর্তা নিয়োগের জোর সুপারিশ করে তিনি।

বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে আদালতে আসামিকে হাজির করে তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে রাষ্ট্র, বাদী ও আসামি পক্ষের শুনানি শেষে বিশেষ বিবেচনায় রিমান্ড বাতিল করেন আদালত এবং কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি বাসা থেকে মাহবুব আরা বেগম গিনিকে আটক করা হয়। তাকে গাইবান্ধায় বিএনপি–যুবদলের কার্যালয় ভাঙচুরের মামলা ছাড়াও আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে আসামিপক্ষের কোন আইনজীবীর বক্তব্য জানা যায়নি। তবে বাদী পক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক হুইপ গিনিকে কেউ চেনে না। তাকে সবাই বিন্দু মাসি হিসেবে চেনে। এই বিন্দু মাসিকে গাইবান্ধায় দুটি মামলায় আনা হয়েছে। আজ একটি মামলা তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আমরা রাষ্ট্রকে সহায়তা করার জন্য হিয়ারিং করেছি।’
তিনি বলেন, ‘এই আসামি ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে মানুষকে নিপীড়ন, নির্যাতন করেছেন। তার হুকুমেই গাইবান্ধায় অসংখ্য মামলা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসা থেকে শুরু করে যতগুলো হত্যা হয়েছে, সবই তার ইন্ধনে হয়েছে। আমরা তার রিমান্ড চেয়ে ছিলাম এবং জামিন বাতিল চেয়েছিলাম।
আদালত জামিন নামঞ্জুর এবং রিমান্ড বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা আইনজীবীসহ জেলার মানুষ এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।’
আব্দুল হালিম প্রামাণিক আরও বলেন, ‘এখনো স্বৈরাচার হাসিনার কিছু দোসর আইন কর্মকর্তা ঘাপটি মেরে আছেন। তারা বর্তমান সরকারকে কোন আইনি সহায়তা করছেন না। অনেক আইন কর্মকর্তা সরকারের পক্ষে কাজ না করে আসামি পক্ষের হয়ে কাজ করছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করে বাতিল করা হোক।’ পাশাপাশি নতুন করে আইন কর্মকর্তা নিয়োগের জোর সুপারিশ করে তিনি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে