ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর রেল ক্রসিংয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত আরিফুল ইসলাম (১৮) ট্রাকচালকের সহকারী ছিলেন। ট্রাকচালক মাহাবুব হোসেন (৩০) গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।
পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত মাহাবুব হোসেন একই এলাকার শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট (রেলগেট) অতিক্রম করছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি।
ওসি ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই রুটে রাতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
দিনাজপুরের বিরামপুর রেল ক্রসিংয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত আরিফুল ইসলাম (১৮) ট্রাকচালকের সহকারী ছিলেন। ট্রাকচালক মাহাবুব হোসেন (৩০) গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।
পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত মাহাবুব হোসেন একই এলাকার শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর-ঘোড়াঘাট (রেলগেট) অতিক্রম করছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি।
ওসি ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই রুটে রাতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তিন শর বেশি গ্রাহকের প্রায় তিন কোটি টাকা নিয়ে সাদুল্লাপুরের এক ‘অবৈধ ব্যাংকের’ কর্মকর্তা-কর্মচারীরা উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন আমানতকারীরা। ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। উপজেলার নলডাঙ্গার আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স (এসিসিএফ) ব্যাংক এমন কাণ্ড ঘটিয়েছে।
২ ঘণ্টা আগে‘দিনের বেলায় কলেজে যাওয়ার পথে কয়েকজন লোক আমাকে জোর করে একটা সাদা মাইক্রোবাসে তুলে নেয়। চোখ ও হাত বেঁধে কোথায় যেন নিয়ে যায়। দুই জায়গায় স্থানান্তর করা হয়। কিছুই বুঝতে পারিনি। যখন চোখ খোলা হলো, তখন বুঝলাম, আমি র্যাবের হাতে আটক। সবশেষে আমাকে জঙ্গি...
২ ঘণ্টা আগে‘গরিব মানুষ, দিন এনে দিন খাই। এনজিও এবং ব্যাংকঋণের টাকায় দালালের মাধ্যমে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছেলেও গেল টাকাও গেল। কী হইল রে, আমার সব শেষ। এখন ছেলের লাশটা ছুঁয়ে দেখে মাটি দিতে চাই। আপনারা ছেলের আইনা দেন, মুখটা দেইখা মাটি দিতাম চাই।’
২ ঘণ্টা আগেবাগেরহাট জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুহুর আলী মোল্লার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন শহরের প্রধান মাছবাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নুহুর আলী ক্ষমতার দাপট দেখিয়ে ১৬ বছর ধরে বাগেরহাট বাজার মৎস্য পাইকার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নিজের কবজায় রেখেছিলেন...
৩ ঘণ্টা আগে