Ajker Patrika

মধ্যরাতে উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১১: ০০
মধ্যরাতে উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়। 

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ মুখতার ইলাহি হল থেকে ভেসে আসে স্লোগানের শব্দ। এ সময় মিছিল বের করে রংপুরের মডার্ন মোড়, দর্শনা, লালবাগ হয়ে আবারও মডার্ন মোড়ে গিয়ে অবস্থান করেন শিক্ষার্থীরা। 

মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কিসের তোমার অধিকার, তুমি একটা রাজাকার’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। 

বেরোবি শিক্ষার্থী জান্নাতুল ইসলাম বলেন, ‘সরকার এখন পর্যন্ত মোটেই যৌক্তিক সিদ্ধান্ত নেয়নি। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’ 

চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতি-নাতনিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-নাতনিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। তাদের অপরাধটা কী? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সব ফেলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, দিনরাত খেয়ে না-খেয়ে, কাদামাটি পেরিয়ে, ঝড়বৃষ্টি সব মোকাবিলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। বিজয় এনে দিয়েছিল বলেই তো আজ সবাই উচ্চপদে আসীন। আজ গলা বাড়িয়ে কথা বলতে পারছে। তা না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে থাকতে হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...