গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় মধ্যরাতে অভিযানে গিয়ে আটক এক মাদক কারবারিকে ‘টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে’ জনতার রোষানলে পড়েন পুলিশের চার সদস্য। খবর পেয়ে অতিরিক্ত পুলিশসহ থানার ওসি তাঁদের উদ্ধার করতে গেলে জনতা তাঁদেরও অবরুদ্ধ করে। দেনদরবার শেষে প্রায় আড়াই ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানাসহ পুলিশের চার সদস্য গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছিয়া বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মনতাজ মিয়া (৫৬) ও অরজিনা বেগম (৫০) দম্পতিকে ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে মনতাজকে ছেড়ে দিয়ে অরজিনাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।
এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করতে যান গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদেরও আটকে রাখে। পরে মাদক ব্যবসায়ী মনতাজকে গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা তাঁদের ছেড়ে দেয়।
স্থানীয় গাউছিয়া বাজার এলাকার আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার দিকে গাউছিয়া বাজারের একটি চায়ের দোকানে বসে আমরা কয়েকজন চা খাচ্ছিলাম। এ সময় দেখি, মাদক কারবারি মনতাজ ও তার স্ত্রী অরজিনা বেগমকে আটক করে তার বাড়িতে নিয়ে যাচ্ছে পুলিশ। একটু পর দেখি মনতাজ তার পরনের লুঙ্গি ঠিক করছে আর দৌড়াচ্ছে। এ সময় মনতাজ ফোনে কাকে যেন বলতেছে, পুলিশ ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিছে। আর তার বউকে আটক করে নিয়ে যাচ্ছে। কালকে তাকে জামিন করা লাগবে।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘এ সময় পেছনে দেখি, চারজন পুলিশ সদস্য মনতাজের স্ত্রীকে নিয়ে থানার দিকে যাচ্ছে। তখন আমরা তাদের কাছে মনতাজকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাই। তখন কোনো সদুত্তর দিতে না পারায় আমরা সবাই মিলে তাঁদের আটকে রাখি। পরে মনতাজকে গ্রেপ্তার আশ্বাস দিয়ে পুলিশের আরেকটি টিম এসে তাঁদের নিয়ে যায়।’
একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে প্রসঙ্গ এড়িয়ে যান।
তবে মডেল থানার ওসি দুলাল হোসেন এসব কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই সময় আমরা কোনো আসামিকে ধরিনি। আজ সকালে মনতাজ ও তার স্ত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই সেখানে কোনো ঘটনা ঘটেছে। তা না হলে কী আর এটা হয়?’

রংপুরের গঙ্গাচড়ায় মধ্যরাতে অভিযানে গিয়ে আটক এক মাদক কারবারিকে ‘টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে’ জনতার রোষানলে পড়েন পুলিশের চার সদস্য। খবর পেয়ে অতিরিক্ত পুলিশসহ থানার ওসি তাঁদের উদ্ধার করতে গেলে জনতা তাঁদেরও অবরুদ্ধ করে। দেনদরবার শেষে প্রায় আড়াই ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানাসহ পুলিশের চার সদস্য গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের গাউছিয়া বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মনতাজ মিয়া (৫৬) ও অরজিনা বেগম (৫০) দম্পতিকে ফেনসিডিলসহ আটক করেন তাঁরা। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে মনতাজকে ছেড়ে দিয়ে অরজিনাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।
এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাঁদের উদ্ধার করতে যান গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদেরও আটকে রাখে। পরে মাদক ব্যবসায়ী মনতাজকে গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা তাঁদের ছেড়ে দেয়।
স্থানীয় গাউছিয়া বাজার এলাকার আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১২টার দিকে গাউছিয়া বাজারের একটি চায়ের দোকানে বসে আমরা কয়েকজন চা খাচ্ছিলাম। এ সময় দেখি, মাদক কারবারি মনতাজ ও তার স্ত্রী অরজিনা বেগমকে আটক করে তার বাড়িতে নিয়ে যাচ্ছে পুলিশ। একটু পর দেখি মনতাজ তার পরনের লুঙ্গি ঠিক করছে আর দৌড়াচ্ছে। এ সময় মনতাজ ফোনে কাকে যেন বলতেছে, পুলিশ ৫০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিছে। আর তার বউকে আটক করে নিয়ে যাচ্ছে। কালকে তাকে জামিন করা লাগবে।’
আলমগীর হোসেন আরও বলেন, ‘এ সময় পেছনে দেখি, চারজন পুলিশ সদস্য মনতাজের স্ত্রীকে নিয়ে থানার দিকে যাচ্ছে। তখন আমরা তাদের কাছে মনতাজকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাই। তখন কোনো সদুত্তর দিতে না পারায় আমরা সবাই মিলে তাঁদের আটকে রাখি। পরে মনতাজকে গ্রেপ্তার আশ্বাস দিয়ে পুলিশের আরেকটি টিম এসে তাঁদের নিয়ে যায়।’
একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে প্রসঙ্গ এড়িয়ে যান।
তবে মডেল থানার ওসি দুলাল হোসেন এসব কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই সময় আমরা কোনো আসামিকে ধরিনি। আজ সকালে মনতাজ ও তার স্ত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে। পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই সেখানে কোনো ঘটনা ঘটেছে। তা না হলে কী আর এটা হয়?’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে