রংপুর প্রতিনিধি

মধ্যরাতে রংপুরে ছাত্রলীগের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা ছাত্রলীগের দুজন, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুজন, পীরগাছার চারজন, কাউনিয়ার একজন, গঙ্গাচড়ার পাঁচজনসহ ১৪ জন নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত ওই ১৪ নেতা হলেন রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেন আপেল, ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, ওই উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান মানিক, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আল মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান ও গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম।
জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ১৪ নেতাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

মধ্যরাতে রংপুরে ছাত্রলীগের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা ছাত্রলীগের দুজন, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুজন, পীরগাছার চারজন, কাউনিয়ার একজন, গঙ্গাচড়ার পাঁচজনসহ ১৪ জন নেতার বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত ওই ১৪ নেতা হলেন রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলাল হোসেন আপেল, ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রায়হান সরকার, ওই উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান মানিক, কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আল মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান ও গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম।
জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ১৪ নেতাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১১ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৬ মিনিট আগে