নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত পল্লিতে ঋণের চাপে উধাও হওয়া সেই তিন পরিবারের মধ্যে আরও একটি পরিবার ফিরে এসেছে। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দুটি পরিবার ফিরে এল। গত ১৩ সেপ্টেম্বর রাতে বাড়িতে ফিরে আসেন হোটেল ব্যবসায়ী পরিমল চন্দ্র সূত্রধর (৪৩), তাঁর স্ত্রী ছবি রানী এবং ছেলে মানিক (১৭)।
এর আগে উধাও হওয়ার ১৭ দিন পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কমল চন্দ্র সূত্রধরের পরিবারের শিশুসহ পাঁচজন সদস্য নিজ বাড়িতে ফিরে আসেন। তবে ওই দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহকর্তা কমল চন্দ্র সূত্রধর আসেননি। গত ১০ সেপ্টেম্বর ফেরেন তিনি। বর্তমানে বড় ভাই কমল চন্দ্র সূত্রধর, তাঁর স্ত্রী ভারতী রাণী সূত্রধর (৪২), তাঁর দুই ছেলে গোপাল চন্দ্র সূত্রধর (২৫) ও খোকন চন্দ্র সূত্রধর (২১), পুত্রবধূ শ্যামলী রাণী সূত্রধর (২২), সাগরিকা রাণী (১৯) এবং নাতি সাগর চন্দ্র সূত্রধর (৫) বাড়িতে অবস্থান করছেন।
তবে আজ শুক্রবার পর্যন্ত হদিস মেলেনি তাঁদের ছোট ভাই নির্মল চন্দ্র সূত্রধরের। তিনি ধান, চাল, গমের পাইকারি ব্যবসায়ী।
আজ বেলা ১১টায় সরেজমিনে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভুজারীপাড়ায় গিয়ে দেখা যায়, বড় ভাই কমল চন্দ্র সূত্রধর ও মেজো ভাই পরিমল চন্দ্র সূত্রধর বাড়ির বাইরে চিন্তিত মনে বসে আছেন। এ সময় কমল চন্দ্র সূত্রধর ও পরিমল চন্দ্র সূত্রধরের সঙ্গে কথা হয় এ প্রতিনিধির।
মেজো ভাই হোটেল ব্যবসায়ী পরিমল চন্দ্র সূত্রধর বলেন, ব্যবসা পরিচালনা করতে গিয়ে তাঁর ছোট ভাই নির্মল চন্দ্র সূত্রধর অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাঁর ভাইয়ের ব্যাংক, এনজিও ও ব্যক্তি পর্যায়ে নেওয়া ঋণের অনেক জায়গায় জামিনদার কিংবা সাক্ষী হন তিনি। আর এ অবস্থায় বিভিন্ন জনের ঋণ ও ধারদেনার চাপে ছোট ভাই নির্মল চন্দ্র পরিবার পরিজন নিয়ে তাঁদের কাউকে কিছু না জানিয়ে গত ২৩ আগস্ট গভীর রাতে নিজ বাড়িতে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন। আর ওই রাতে ছোট ভাই নির্মলকে বাড়িতে না পেয়ে তিনিও (পরিমল) পরিবার পরিজন নিয়ে ভাইয়ের পাওনাদারের ভয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়ের বাড়িতে চলে যান। গত কয়েক দিন পরিবার পরিজন নিয়ে সেখানে অবস্থান করেন তিনি। আর একই কারণে তাঁর বড় ভাই হোটেল শ্রমিক কমল চন্দ্র সূত্রধরও পরিবার নিয়ে নওগাঁয় শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
পরিমল চন্দ্র আরও জানান, ছোট ভাইয়ের পাওনাদারদের ভয়ে বাড়িঘর ফেলে চলে যাওয়ার পর দোকানের কর্মচারীরাই কয়েক দিন তাঁর হোটেল পরিচালনা করেন। কিন্তু পরে তাঁর অনুপস্থিতির সুযোগে হোটেল ঘরের মালিক অন্যের কাছে ঘরটি ভাড়ায় দেন। ফলে বাড়িতে ফিরলেও ব্যবসা শুরু করতে পারছেন না। হোটেলে তাঁর অনেক টাকার মালামাল রয়েছে। তিনি ও তাঁর বড় ভাই কমল চন্দ্র সূত্রধরের জীবিকা নির্বাহের একমাত্র পথ এটি। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ দিন ধরে দুটি পরিবারের ১০ জন সদস্য অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন।
এ সময় পরিমল তাঁদের অসহায়ত্বের কথা বলতে বলতে একপর্যায়ে কেঁদে ফেলেন। বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ চুপ থেকে আবার কথা শুরু করেন।
এদিকে, দুই পরিবার ফিরে আসার খবরে ছোট ভাই নির্মল চন্দ্র সূত্রধরের পাওনাদারেরা প্রতিদিন বাড়িতে আসছেন। তাঁরা নির্মল চন্দ্র সূত্রধরের হদিস জানতে চাইছেন। সেই সঙ্গে নানা রকম ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন পরিমল চন্দ্র ও তাঁর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভুজারীপাড়ার তিন ভাই কমল চন্দ্র সূত্রধর, পরিমল চন্দ্র সূত্রধর ও নির্মল চন্দ্র সূত্রধর। বড় ভাই কমল চন্দ্র সূত্রধর পেশায় হোটেল শ্রমিক। আর মেজো ভাই পরিমল হোটেল ব্যবসা করেন। ছোট ভাই নির্মল চন্দ্র ধান, গম, ভুট্টার পাইকারি ব্যবসায়ী। নির্মল চন্দ্র সূত্রধর যমুনা ব্যাংকসহ দুটি ব্যাংক, কয়েকটি এনজিও এবং স্থানীয় লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ ও ধার নিয়েছেন। তাঁর ঋণের পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ঋণের চাপে গত ২৩ আগস্ট তিন সহোদর পরিবারের ১৫ সদস্য নিয়ে বাড়িঘরে তালা দিয়ে রাতের আঁধার গা-ঢাকা দেন।

নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত পল্লিতে ঋণের চাপে উধাও হওয়া সেই তিন পরিবারের মধ্যে আরও একটি পরিবার ফিরে এসেছে। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দুটি পরিবার ফিরে এল। গত ১৩ সেপ্টেম্বর রাতে বাড়িতে ফিরে আসেন হোটেল ব্যবসায়ী পরিমল চন্দ্র সূত্রধর (৪৩), তাঁর স্ত্রী ছবি রানী এবং ছেলে মানিক (১৭)।
এর আগে উধাও হওয়ার ১৭ দিন পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কমল চন্দ্র সূত্রধরের পরিবারের শিশুসহ পাঁচজন সদস্য নিজ বাড়িতে ফিরে আসেন। তবে ওই দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহকর্তা কমল চন্দ্র সূত্রধর আসেননি। গত ১০ সেপ্টেম্বর ফেরেন তিনি। বর্তমানে বড় ভাই কমল চন্দ্র সূত্রধর, তাঁর স্ত্রী ভারতী রাণী সূত্রধর (৪২), তাঁর দুই ছেলে গোপাল চন্দ্র সূত্রধর (২৫) ও খোকন চন্দ্র সূত্রধর (২১), পুত্রবধূ শ্যামলী রাণী সূত্রধর (২২), সাগরিকা রাণী (১৯) এবং নাতি সাগর চন্দ্র সূত্রধর (৫) বাড়িতে অবস্থান করছেন।
তবে আজ শুক্রবার পর্যন্ত হদিস মেলেনি তাঁদের ছোট ভাই নির্মল চন্দ্র সূত্রধরের। তিনি ধান, চাল, গমের পাইকারি ব্যবসায়ী।
আজ বেলা ১১টায় সরেজমিনে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভুজারীপাড়ায় গিয়ে দেখা যায়, বড় ভাই কমল চন্দ্র সূত্রধর ও মেজো ভাই পরিমল চন্দ্র সূত্রধর বাড়ির বাইরে চিন্তিত মনে বসে আছেন। এ সময় কমল চন্দ্র সূত্রধর ও পরিমল চন্দ্র সূত্রধরের সঙ্গে কথা হয় এ প্রতিনিধির।
মেজো ভাই হোটেল ব্যবসায়ী পরিমল চন্দ্র সূত্রধর বলেন, ব্যবসা পরিচালনা করতে গিয়ে তাঁর ছোট ভাই নির্মল চন্দ্র সূত্রধর অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাঁর ভাইয়ের ব্যাংক, এনজিও ও ব্যক্তি পর্যায়ে নেওয়া ঋণের অনেক জায়গায় জামিনদার কিংবা সাক্ষী হন তিনি। আর এ অবস্থায় বিভিন্ন জনের ঋণ ও ধারদেনার চাপে ছোট ভাই নির্মল চন্দ্র পরিবার পরিজন নিয়ে তাঁদের কাউকে কিছু না জানিয়ে গত ২৩ আগস্ট গভীর রাতে নিজ বাড়িতে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন। আর ওই রাতে ছোট ভাই নির্মলকে বাড়িতে না পেয়ে তিনিও (পরিমল) পরিবার পরিজন নিয়ে ভাইয়ের পাওনাদারের ভয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়ের বাড়িতে চলে যান। গত কয়েক দিন পরিবার পরিজন নিয়ে সেখানে অবস্থান করেন তিনি। আর একই কারণে তাঁর বড় ভাই হোটেল শ্রমিক কমল চন্দ্র সূত্রধরও পরিবার নিয়ে নওগাঁয় শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
পরিমল চন্দ্র আরও জানান, ছোট ভাইয়ের পাওনাদারদের ভয়ে বাড়িঘর ফেলে চলে যাওয়ার পর দোকানের কর্মচারীরাই কয়েক দিন তাঁর হোটেল পরিচালনা করেন। কিন্তু পরে তাঁর অনুপস্থিতির সুযোগে হোটেল ঘরের মালিক অন্যের কাছে ঘরটি ভাড়ায় দেন। ফলে বাড়িতে ফিরলেও ব্যবসা শুরু করতে পারছেন না। হোটেলে তাঁর অনেক টাকার মালামাল রয়েছে। তিনি ও তাঁর বড় ভাই কমল চন্দ্র সূত্রধরের জীবিকা নির্বাহের একমাত্র পথ এটি। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ দিন ধরে দুটি পরিবারের ১০ জন সদস্য অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন।
এ সময় পরিমল তাঁদের অসহায়ত্বের কথা বলতে বলতে একপর্যায়ে কেঁদে ফেলেন। বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ চুপ থেকে আবার কথা শুরু করেন।
এদিকে, দুই পরিবার ফিরে আসার খবরে ছোট ভাই নির্মল চন্দ্র সূত্রধরের পাওনাদারেরা প্রতিদিন বাড়িতে আসছেন। তাঁরা নির্মল চন্দ্র সূত্রধরের হদিস জানতে চাইছেন। সেই সঙ্গে নানা রকম ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন পরিমল চন্দ্র ও তাঁর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভুজারীপাড়ার তিন ভাই কমল চন্দ্র সূত্রধর, পরিমল চন্দ্র সূত্রধর ও নির্মল চন্দ্র সূত্রধর। বড় ভাই কমল চন্দ্র সূত্রধর পেশায় হোটেল শ্রমিক। আর মেজো ভাই পরিমল হোটেল ব্যবসা করেন। ছোট ভাই নির্মল চন্দ্র ধান, গম, ভুট্টার পাইকারি ব্যবসায়ী। নির্মল চন্দ্র সূত্রধর যমুনা ব্যাংকসহ দুটি ব্যাংক, কয়েকটি এনজিও এবং স্থানীয় লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ ও ধার নিয়েছেন। তাঁর ঋণের পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ঋণের চাপে গত ২৩ আগস্ট তিন সহোদর পরিবারের ১৫ সদস্য নিয়ে বাড়িঘরে তালা দিয়ে রাতের আঁধার গা-ঢাকা দেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৫ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে