Ajker Patrika

দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দিনাজপুরে সোহেল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক একেএম লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–জুবিয়ার (৩৯), তনয় (৩৯), রিয়েল (৪১), রাকু (৪০) ও নাজমুল হোসেন ওরফে বাবু। আদালতে রায় ঘোষণার সময় নাজমুল হোসেন বাদে অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ আগস্ট আব্দুস সালাম নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে নিহত আলী রেজা সোহেল রামসাগরে ঘুরতে যাওয়ার উদ্দেশে বের হন। বেলা আড়াইটায় পূর্ব শত্রুতার জেরে রামসাগর এলাকার মহব্বতপুর হাজীর দীঘির মোড়ে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় সোহেলকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামায় তারা।

এরপর সড়কে চিৎ করে শোয়ায়ে দুই বাহুতে এলোপাতাড়ি রামদা ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় সোহেলকে হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টায় সোহেলের মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিন রাতে নিহত সোহেলের বড় ভাই কাজী গোলাম জিলানী ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় পুলিশ তদন্তসাপেক্ষে ৫ জনের নামে অভিযোগ আদালতে দাখিল করে। আজকে শুনানি শেষে আদালত ৫ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত