এস. এম. রকি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুরের খানসামা উপজেলায় একটি বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান এ লিফলেট বিতরণ করেন।
আজ সোমবার সকালে উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয়ের স্কুলমাঠে বই উৎসবের আয়োজন করা হয়। সেখানে নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ মোনায়েম খান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
ভিডিওতে অধ্যক্ষ বলেন, ‘আমাদের বাড়ির পাশে মন্ত্রী মহোদয়ের বাড়ি। তিনি আবারও দাঁড়িয়েছেন। আমরা শিশুদের জন্য বলতেছি, তোমরা যদিও ভোটার না। আমার কাছে কিছু পোস্টার আছে তোমাদেরকে দিব। প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে, তোমাদের বাবা আমাকে বলবে উনাকে ভোট দিলে উনি আবার এমপি হবে, মন্ত্রী হবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে, ভবন নেই, স্কুলে ভবন নাই, মাদ্রাসায় ভবন নাই কলেজে ভবন নাই, তাহলে উনি হলে যদি আবার এই বিল্ডিংগুলো দেন। উনি এই ছবিটা দেখে খুশি হবে যে বই দেওয়ার পাশাপাশি উনার পোস্টার দিয়েছি। উনি দাঁড়াইছেন ৭ তারিখে ওনার ভোট। তোমাদের বাবা মাকে বলবা, আমাদের একজন এমপি দাড়াইছে স্যার বলছে ভোটটা দিতে।’
এ বিষয়ে হোসেনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁকে দাওয়াত দিয়েছি। কিন্তু তিনি এখানে এসে তাঁর বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচারণা চালাবে এটা ভাবতে পারি নাই। এটা মোটেও ঠিক করে হয়নি। তিনি ব্যক্তিগতভাবে এটি করেছে।’
এ বিষয়ে জানতে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘একজন শিক্ষক যখন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এমন বক্তব্য দেন সেটা অতি উৎসাহী ছাড়া কিছু নয়।’
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, ‘বই উৎসব সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হচ্ছে। এখানে নির্বাচনী প্রচার-প্রচারণার কোনো সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দিনাজপুর-৪ আসনের নির্বাচনী দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবউল করিম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দিনাজপুর-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও টানা চতুর্থবারের মতো নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক (ট্রাক), জাতীয় পার্টির মোনাজাত চৌধুরী মিলন (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আজিজা সুলতানা (আম)।

দিনাজপুরের খানসামা উপজেলায় একটি বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান এ লিফলেট বিতরণ করেন।
আজ সোমবার সকালে উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয়ের স্কুলমাঠে বই উৎসবের আয়োজন করা হয়। সেখানে নৌকার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ মোনায়েম খান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
ভিডিওতে অধ্যক্ষ বলেন, ‘আমাদের বাড়ির পাশে মন্ত্রী মহোদয়ের বাড়ি। তিনি আবারও দাঁড়িয়েছেন। আমরা শিশুদের জন্য বলতেছি, তোমরা যদিও ভোটার না। আমার কাছে কিছু পোস্টার আছে তোমাদেরকে দিব। প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে, তোমাদের বাবা আমাকে বলবে উনাকে ভোট দিলে উনি আবার এমপি হবে, মন্ত্রী হবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে, ভবন নেই, স্কুলে ভবন নাই, মাদ্রাসায় ভবন নাই কলেজে ভবন নাই, তাহলে উনি হলে যদি আবার এই বিল্ডিংগুলো দেন। উনি এই ছবিটা দেখে খুশি হবে যে বই দেওয়ার পাশাপাশি উনার পোস্টার দিয়েছি। উনি দাঁড়াইছেন ৭ তারিখে ওনার ভোট। তোমাদের বাবা মাকে বলবা, আমাদের একজন এমপি দাড়াইছে স্যার বলছে ভোটটা দিতে।’
এ বিষয়ে হোসেনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁকে দাওয়াত দিয়েছি। কিন্তু তিনি এখানে এসে তাঁর বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রচারণা চালাবে এটা ভাবতে পারি নাই। এটা মোটেও ঠিক করে হয়নি। তিনি ব্যক্তিগতভাবে এটি করেছে।’
এ বিষয়ে জানতে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘একজন শিক্ষক যখন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এমন বক্তব্য দেন সেটা অতি উৎসাহী ছাড়া কিছু নয়।’
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, ‘বই উৎসব সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হচ্ছে। এখানে নির্বাচনী প্রচার-প্রচারণার কোনো সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দিনাজপুর-৪ আসনের নির্বাচনী দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবউল করিম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দিনাজপুর-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও টানা চতুর্থবারের মতো নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক (ট্রাক), জাতীয় পার্টির মোনাজাত চৌধুরী মিলন (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আজিজা সুলতানা (আম)।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৮ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৮ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৬ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে