দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’
গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’
গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে